Redmi 14C 5G ভারতে লঞ্চ, মাত্র 9999 টাকা থেকে শুরু হচ্ছে দাম

রেডমি ভারতে নতুন স্মার্টফোন Redmi 14C 5G লঞ্চ করেছে।

রেডমি 14সি ফোনটি ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ করেছে কোম্পানি।

4GB RAM+64GB – 9,999 টাকা 4GB RAM+128GB – 10,999 টাকা 6GB RAM+128GB – 11,999 টাকা

Redmi 14C 5G ভারতে দাম

নতুন রেডমি 14সি 5জি ফোনের বিক্রি 10 জানুয়ারি থেকে বিক্রি করা হবে।

রেডমি 14সি 5জি ফোনে 6.99-ইঞ্চি বড় স্ক্রিন দেওয়া।

রেডমি 14সি 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen 2 অক্টা-কোর প্রসেসরে কাজ করে।

রেডমি ফোনে ডুয়ার রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে। এতে 50MP মেইন সেন্সর সহ সেকেন্ডারি AI লেন্স পেয়ার করা।

রেডমি 14সি 5জি ফোনে শক্তিশালী 5160mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 18W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে।