রিয়েলমি জিটি 7 প্রো Amazon এবং অফলাইন রিটেল স্টোর থেকে প্রি-বুক করা যাবে। ফোনের প্রি-বুকি 18 নভেম্বর থেকে শুরু হয় গেছে।
রিয়েলমি জিটি 7 প্রো 26 নভেম্বর ভারতে লঞ্চ করা হবে। গ্রাহকরা এই মোবাইলের প্রিবুকিংয়ে 1000 টাকা পেমেন্ট করে করতে পারেন।
Snapdragon 8 Elite চিপসেট সহ রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 6.67-ইঞ্চির 8T LTPO Samsung Eco2 1.5K OLED পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া।
জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি IP69+1P68 সার্টিফাইড সহ আসে।
রিয়েলমি জিটি 7 প্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP IMX906 OIS মেইন সেন্সর, 50MP IMX882 পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে।
সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে।