Realme C63 5G vs POCO M6 Plus 5G: স্পেক্স, ফিচার এবং দামের তুলনায় কে সেরা

রিয়েলমি সম্প্রতি Realme C63 5G লঞ্চ করেছে। এই ফোনের তুলনা POCO M6 Plus 5G ফোনের সাথে হবে।

Poco M6 Plus 5G ফোনের 8GB RAM+128GB মডেলের দাম 14,499 টাকা।

দামের কথা বললে, Realme C63 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে কথা বললে, Realme C63 5G ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।

Poco M6 Plus 5G ফোনে 6.79-ইঞ্চির FHD+ ডিপস্লে দেওয়া।

প্রসেসর হিসেবে Realme C63 5G ফোনে UNISOC T612 প্রসেসর পাওয়া যাবে।

Poco M6 Plus 5G ফোনে Snapdragon 4 Gen 2 AE প্রসেসর রয়েছে।

Realme C63 5G ফোনে রিয়ারে 50MP মেইন সেন্সর দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

Poco M6 Plus 5G ফোনে 108MP প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 13MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

পাওয়ার দিতে Realme C63 5G ফোনে 45W চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া।

Poco M6 Plus 5G ফোনে 33W চার্জিং সহ 5030mAh ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টাম হিসেবে Realme C63 5G ফোনটি Android 13 ভিত্তিক Realme UI তে কাজ করে।

Poco M6 Plus 5G ফোনটি Android 14 ভিত্তিক HyperOS এ কাজ করে।