6000mAh ব্যাটারি সহ Realme এর নতুন বাজেট 5G ফোন ভারতে লঞ্চ

Realme 14x ভারতে লঞ্চ করেছে। এটি রিয়েলমি 14 সিরিজের প্রথম ফোন ভারতে।

রিয়েলমি 14এক্স ফোনের দাম ভারতে 14,999 টাকা থেকে শুরু হয়।

নতুন রিয়েলমি 14এক্স 5জি ফোনটি Flipkart এবং রিয়েলমি ওয়েবসাইট থেকে কেনা যাবে।

রিয়েলমি 14এক্স ফোনটি 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1604X720 পিক্সেল রেজোলিউশন এবং 625 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে।

রিয়েলমি 14এক্স ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেলফি শুটার পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 6000mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রিয়েলমি ফোনটি Android 14 ভিত্তিক রিয়েলমি UI 5.0 অপারেটিং সিস্টামে কাজ করে।