Xiaomi কোম্পানির পোকো ভারতে সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন Poco C75 5G লঞ্চ করেছে।
ভারতে পোকো সি75 5জি ফোনের দাম 7999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেল কেনা যাবে।
পোকো সি75 ফোনে 6.88-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রশ রেট কাজ করে।
পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকম Snapdragon 4s Gen 2 চিপসেট অফার করা হয়েছে।
পোকো ফোনে 50MP এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। ফোনটি 10x জুম সাপোর্ট করে। সেলফির জন্য ফ্রন্টে 13MP ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে বাজেট ফ্রেন্ডলি ফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।