6000mAh ব্যাটারি সহ আসবে OnePlus 13, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার

OnePlus 13 ফোনটি 31 অক্টোবর চীনে লঞ্চ করা হবে। কোম্পানি লঞ্চের আগেই এই ফোনের বিশেষ ফিচার প্রকাশ করে দিয়েছে।

Weibo পোস্টে শেয়ার করা পোস্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 13 স্মার্টফোন 6000mAh ব্যাটারি সহ আসবে।

ফোনে আসা ব্যাটারিতে 100W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

ফোনে আসা ব্যাটারিতে 100W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

100W চার্জিং ফিচারের সাহায্যে ফোনটি মাত্র 36 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হয় যাবে। এই ফোনটি 50W এর ওয়্যারলেস চার্জিংও সাপোর্টও করবে।

আপকামিং ওয়ানপ্লাস ফোনের বিষয় আগেই নিশ্চিত করে দেওয়া হয়েছে যে ফোনটি AI নয়েজ রিডকশন এর জন্য 4 মাইক্রোফোন এবং ডুয়াল স্টিরিও স্পিকার সাপোর্ট করবে।

প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি Snapdragon Elite প্রসেসরে কাজ করবে। ওয়ানপ্লাস 13 ফোনে তিনটি ক্যামেরা দেওয়া হবে।

ওয়ানপ্লাস 13 ফোনে এতে 50MP LYT-808 মেইন সেন্সর সহ 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। ফোনের মেইন সেন্সর OIS এবং 3x অপটিকাল জুম সহ আসবে।