OnePlus 13 এর 6000 টাকা বেশি দামি হবে ওয়ানপ্লাস 12 থেকে

OnePlus 13 আজ 31 অক্টোবর লঞ্চ হবে। আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের আগেই এই ফোনের দাম ফাঁস হয়ে গেছে।

চীনে ওয়ানপ্লাস 13 ফোনের দাম সম্পর্কে অনলাইনে প্রকাশ হয়েছে।

লিক অনুযায়ী নতুন ওয়ানপ্লাস ফোনের দাম ওয়ানপ্লাস 12 ফোনের চেয়ে 6000 টাকা বেশি হবে। 

ওয়ানপ্লাস 13 ফোনের বেস মডেল 12GB RAM+256GB মডেলের দাম CNY 4799 (প্রায় 56,658 টাকা) থেকে শুরু হবে।

আপকামিং ওয়ানপ্লাস 13 ফোনের দাম বাড়ার মেইন কারণ Snapdragon 8 Elite চিপসেট।

ওয়ানপ্লাস 12 ফোনে Snapdragon 8 Gen 3 ছিল। এই কারণে নতুন ফোনের দাম 25-30 শতাংশ বেশি দামি হবে বলে খবর রয়েছে।

Digit Intro 2021

Digit Intro 2021