ওয়ানপ্লাস 13 ফোনের ডিজাইন আগের স্মার্টফোনের মতোই হবে তবে এতে ভেগন লেদর ফিনিশ থাকবে।
ওয়ানপ্লাস 13 ফোনে ফ্ল্যাট LTPO ডিসপ্লে সহ হাই রিফ্রেশ রেট দেওয়া হবে।
ওয়ানপ্লাস 13 ফোনে 50MP+50MP+50MP ক্যামেরা সেটআপ থাকবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh থাকবে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।