নতুন ফ্ল্য়াগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস 13 আগামী 31 অক্টোবর লঞ্চ হবে। প্রথমে ওয়ানপ্লাস 13 ফোনটি চীনে আনা হবে, যার পরে অন্যান্য মার্কেটে আসবে।
ভারতে আপকামিং ফ্ল্য়াগশিপ স্মার্টফোনটি আসবে 2025 সালে জানুয়ারী মাসে। কোম্পানি জানিয়েছে আপকামিং ওয়ানপ্লাস 13 ফোনটি তিনটি কালার White dew dawn, Blues Hour, Obsidian Secret Realm অপশনে লঞ্চ হবে।
আশা করা হচ্ছে যে ওয়ানপ্লাস 13 ফোনের বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেল 60 হাজারের বেশি হতে পারে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটে কাজ করতে পারে।
লিক রিপোর্ট থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস 13 ফোনে 24GB RAM এর সাথে লঞ্চ হবে। আপাতত ভারতে এখনও কোনো স্মার্টফোন আসেনি যা 24 জিবি RAM সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনটি Hasselblad লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে। এতে 50MP OIS সেন্সর সহ 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ সেন্সর সহ আসতে পারে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ বাজারে আসতে পারে। এর সাথে 50W ওয়্যারলেস চার্জিং থাকবে বলে জানা গেছে। পাওয়ার এর জন্য এতে 6000mAh ব্যাটারি থাকবে বলে অনুমান করা হচ্ছে।