Moto লঞ্চ করল সবচেয়ে ফাস্ট 5G ফোন, দাম 10000 টাকার কম

Motorola কোম্পানি ভারতে তার নতুন G-Series এর স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করেছে।

মোটোরোলা দাবি করেছে যে 10 হাজার টাকার সেগামেন্টে মোটো জি35 5জি সবচেয়ে ফাস্ট স্মার্টফোন।

মোটো জি35 5জি ভারতে 4GB RAM + 128GB স্টোরেজ সহ আনা হয়েছে। মোটো জি35 5জি ফোনের দাম 9999 টাকা।

মোটো জি35 5জি ফোনটি Guava Red, Leaf Green এবং Midnight Black কালার অপশনে কেনা যাবে।

মোটো জি35 5জি ফোনটি 6.72-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 অক্টা-কোর প্রসেসরে কাজ করবে।

মোটো জি35 5জি ফোনে 50MP+8MP ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। মোটো জি35 ফোন 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে দুর্দান্ত 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।