মাত্র 6999 টাকায় Moto g05 ভারতে লঞ্চ, 5200mAh ব্যাটারি রয়েছে
নতুন বাজেট স্মার্টফোন Moto G05 ভারতে লঞ্চ হয়েছে।
মোটো জি05 ফোনটি ভারতে 7000 টাকার কম দামে লঞ্চ করা হয়েছে।
এই দামে ফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে।
মোটো জি05 ফোনটি 13 জানুয়ারি দুপুর 12 টা থেকে Flipkart সাইট থেকে বিক্রি করা হবে।
মোটো জি05 ফোনে 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে।
মোটো জি05 ফোনটি মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম চিপসেটে কাজ করবে।
মোটো জি05 ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
মোটো জি05 ফোনে 5200mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।