Jio 5G Plan: দুটি সস্তা প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি সাথে প্রতিদিন 2GB Data

আপনি যদি জিও 5জি গ্রাহক হন এবং একটি ভাল 5জি রিচার্জের খোঁজ করছেন তবে এই খবর আপনার জন্য।

জিওর তরফে 349 টাকার এবং 899 টাকার রিচার্জকে সেরা 5জি প্ল্যান বলা হয়েছে।

আপনি যদি কম বাজেটে সেরা 5জি প্ল্যান নিতে চান তবে জিও 349 টাকার প্ল্যান সেরা হতে পারে। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন।

প্ল্যানে গ্রাহকরা 2 জিবি ডেটা এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকছে 100 SMS সুবিধা সাথে জিও অ্যাপস এর এক্সেস।

899 টাকার জিও 5জি রিচার্জ প্ল্যান প্রতিদিন 2 জিবি ডেটা অফার করবে। এর সাথে থাকছে 20 জিবি অতিরিক্ত ডেটা।

গ্রাহকরা পুরো 90 দিনের ভ্যালিডিটি পাবেন এই রিচার্জে। 90 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং করতে পারবেন গ্রাহকরা।