3 মাস রিচার্জ থেকে মুক্তি, Jio এর আনলিমিটেড 5G সহ সস্তা প্ল্যান

ভারতীয় টেলিকম সেক্টারে Reliance Jio সবচেয়ে বড় কোম্পানি।জিওর কাছে দীর্ঘ ভ্যালিডিটির আরও রিচার্জ প্ল্যান রয়েছে।

জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি হল 899 টাকার। এই রিচার্জ প্ল্যানে পুরো 90 দিনের ভ্যালিডিটি পাবেন।

গ্রাহকরা এই প্ল্যানের সাথে 90 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

ডেটার ক্ষেত্রে এতে জিও প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। আপনি 90 দিনের জন্য মোট 180 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

জিও গ্রাহকরা 180 জিবি অতিরিক্ত ডেটা সহ অতিরিক্ত 20 জিবি ডেটা পাচ্ছেন।