200 টাকা কম দামে Jio দিচ্ছে হাই-স্পিড 5G ডেটা এবং আনলিমিটেড কলিং

জিও জুলাই মাসে তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার কারণে অনের জিও গ্রাহকরা তাদের সিম BSNL নেটওয়ার্কে পোর্ট করিয়ে নিয়েছে।

আপনি যদি কম খরচে জিও প্ল্যান চাইছেন তবে 200 টাকার কম দামের রিচার্জের লিস্ট দেখে নিতে পারেন।

জিওর 189 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন।

শুধু তাই নয়, 300 SMS এর সুবিধাও পাওয়া যাবে এই রিচার্জে।

বলে দি যে এটি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন সহ আসে। জিওর এই প্ল্যানটি Value ক্যাটাগরিতে লিস্ট করা।