সস্তা রিচার্জ প্ল্যানে Jio দিচ্ছে একগুচ্ছ ডেটা সহ Netflix সাবস্ক্রিপশন

জিও এর পোর্টফলিওতে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে যা কম দামে একগুচ্ছ সুবিধা অফার করে

গ্রাহকদের সুবিধা মাথায় রেখে রিলায়েন্স জিও একাধিক রিচার্জ প্ল্যান অফার করে, যেখানে OTT এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে।

রিলায়েন্স জিওর তালিকায় জনপ্রিয় প্ল্যানের মধ্যে রয়েছে 1299 টাকার একটি রিচার্জ।

এই প্ল্যানে কোম্পানি 84 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করছে। হচ্ছে। এতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। 

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে মোট 168 জিবি ডেটা অফার করা হয়। এই হিসেবে প্ল্যানে মোট 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

জিও এর রিচার্জ প্ল্যানটি ট্রু 5G সেগামেন্টে আসে যা আনলিমিটেড 5G ডেটা অফার করে।

জিও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে ওটিটি সুবিধাও পাবেন। আপনি 84 দিন পর্যন্ত Netflix এর সাবস্ক্রিপশন পাবেন।