BSNL লঞ্চ করল অনলি কলিং এবং SMS রিচার্জ প্ল্যান, জানুন দাম কত
BSNL ও তার ভয়েস কলিং এবং SMS রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিয়েছে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি সমস্ত টেলিকম কোম্পানিদের শুধুমাত্র ভয়েস কলিং এবং SMS সহ রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দেয়।
জিও, এয়ারটেল এবং ভিআই এর পর BSNL কোম্পানিও তার কলিং এবং এসএমএস সহ রিচার্জ প্ল্যান চালু করেছে।
বিএসএনএল এর এই প্ল্যানের দাম মাত্র 439 টাকা। ভারত সঞ্চার নিগম লিমিটেড প্ল্যানে পুরো 90 দিনের ভ্যালিডিটি দিচ্ছে।
90 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
সাথে পুরো 300 ফ্রি এসএমএস এর সুবিধা থাকছে এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জে গ্রাহকরা কোনো ডেটা সুবিধা পাবেন না।
Digit Intro 2021
Digit Intro 2021