বিএসএনএল এর কাছে এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। এতে পুরো 395 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।
বিএসএনএল এর 395 রিচার্জ প্ল্যানের দামের কথা বললে এটি 2399 টাকায় আসে। এটি 395 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে।
গ্রাহকরা এতে 395 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। গ্রাহকরা রিচার্জ থাকা কালীন যেকোনো নেটওয়ার্কে কলিংয়ে সুবিধা পাবেন।
কলিংয়ের পাশাপাশি এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। যা পুরো ভ্যালিডিটিতে মোট 790 জিবি ডেটা অফার করে।
কলিংয়ের পাশাপাশি এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। যা পুরো ভ্যালিডিটিতে মোট 790 জিবি ডেটা অফার করে।