মাত্র 9999 টাকা Samsung Galaxy F06 5G ভারতে লঞ্চ

স্যামসাং ভারতে F-Series এর নতুন স্মার্টফোন Samsung Galaxy F06 5G লঞ্চ করেছে।

গ্যালাক্সি এফ06 ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। 4GB RAM + 128GB = 9,999 টাকা 6GB RAM + 128GB = 11,499 টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

গ্যালাক্সি এফ06 5জি ফোনে মিডিয়াটেক এর Dimensity 6300 প্রসেসর দেওয়া। এটি 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।

গ্যালাক্সি এফ06 5জি ফোনে 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ডেপথ সেন্সর সহ পেয়ার করা। 8MP সেলফি সেন্সর রয়েছে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে 5000mAh এর ক্যামেরা দেওয়া, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit Intro 2021

Digit Intro 2021