32MP সেলফি ক্যামেরা সহ Realme P3 Ultra 5G ফোন লঞ্চ, জানুন দাম কত

রিয়েলমি পি3 আল্ট্রা ফোনের কথা বললে, এতে Dimensity 8350 Ultra চিপসেট, 12GB RAM, 6000mAh ব্যাটারি, IP69 রেটিং সহ মতো একাধিক ফিচার পাওয়া যাবে।

রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনটি ভারতে তিনটি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেল 8GB+128GB এর দাম 26,999 টাকা রাখা হয়েছে।

অফারের পর বেস মডেলটি 22,999 টাকার শুরুর দামে কেনা যাবে। ফোনের প্রথম সেল 25 মার্চ দুপুর 12টা থেকে রিয়েলমি সাইট, রিয়েলমি স্টোর, Flipkart সাইট থেকে কেনা যাবে।

রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনে 1.5K কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সহ আসে।

পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনটি Dimensity 8350 Ultra 5G চিপসেটে কাজ করবে।

ফোনে Sony IMX896 OIS 50MP প্রাইমারি সেন্সর দেওয়া। এতে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স সহ পেয়ার করা। কোম্পানির অনুযায়ী এটি সেগামেন্টের প্রথম ফোন যা 4K 60FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি 6000mAh ব্যাটারি সাপোর্ট করবে। এটি 17 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমি এবং 10 ঘন্টা পর্যন্ত গেমিং খেলা যাবে। এতে 80W আল্ট্রা চার্জ টেকনোলজি দিয়ে 5 মিনিটে 1.8 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে।

Digit Intro 2021

Digit Intro 2021