OPPO ভারতে তার লেটেস্ট মিড-বাজেট স্মার্টফোন Oppo F29 5G এবং F29 Pro 5G লঞ্চ করেছে।

ওপ্পো এফ29 প্রো 5জি ফোনটি 27,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে।

নতুন ওপ্পো এফ29 প্রো 5জি ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1200 সাপোর্ট করে।

ওপ্পো এফ29 প্রো 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেটে কাজ করে যা 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।

ওপ্পো এফ29 প্রো ফোনটি 50MP প্রাইমারি শুটার এবং 2MP ডেপথ সেন্সর সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য ফোনে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে প্রো মডেলে 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 80W ফাস্ট চার্জিং এবং রির্ভাস চার্জিং সাপোর্ট করে।

Digit Intro 2021

Digit Intro 2021