Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র 11 টাকায় 10GB ডেটা

 যদি আপনার প্রতিদিনের ডেটা শেষ হয় যায় এবং অতিরিক্ত ডেটা প্রয়োজন হয়, তবে জিও এর সবচেয়ে সস্তা প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে।

জিও তার পোর্টফলিওতে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান 11 টাকার অফার করে। এই রিচার্জ প্ল্যান সেই গ্রাহকদের জন্য ভাল যার প্রতিদিনের ডেটা শেষ করে দিয়েছে এবং অতিরিক্ত ডেটার প্রয়োজন।

জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 10 জিবি ডেটা পাবেন। এই ডেটা 1 ঘন্টার ভ্যালিডিটি সহ আসে।

যার মানে আপনার যদি প্রতিদিনের ডেটা শেষ হয় গিয়ে থাকে এবং ইমারজেন্সি ডেটার প্রয়োজন হয় তবে এই রিচার্জ প্ল্যান কাজে আসতে পারে।

জিওর এই 11 টাকার রিচার্জ প্ল্যানটি কোম্পানির MyJio App বা জিও ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়া আপনি থার্ড পার্টি অ্যাপ থেকেও এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।

যার মানে আপনার যদি প্রতিদিনের ডেটা শেষ হয় গিয়ে থাকে এবং ইমারজেন্সি ডেটার প্রয়োজন হয় তবে এই রিচার্জ প্ল্যান কাজে আসতে পারে।

Digit Intro 2021

Digit Intro 2021