Jio এর সবচেয়ে সস্তা প্ল্যান, 336 দিনের ভ্যালিডিটি এবং একগুচ্ছ সুবিধা
জিও এর পোর্টফলিওতে আপনি একাধিক রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। কোম্পানি কিছু সস্তা প্ল্যান অফার করাহয় যা কাজে আসতে পারে।
আমরা কথা বলছি 1748 টাকার জিও রিচার্জ প্ল্যানের। এটি কম দাম হওয়ার পাশপাশি, এতে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়।
জিও এর এই প্ল্যানে কলিং এবং SMS সুবিধা পাওয়া যায়। কোম্পানি এর সাথে ডেটা অফার করে না।
এই প্ল্যানটি 336 দিনের ভ্যালিডিটি সহ আসে। যার মানে এতে 11 মাসের ভ্যালিডিটির সাথে কলিং এবং সার্ভিস পাওয়া যাবে।
কোম্পানি এতে গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং মোট 3600 SMS পাওয়া যাবে। এতে ডেটা সুবিধা নেই।
Digit Intro 2021
Digit Intro 2021