এই তালিকায় প্রথম স্মার্টফোন হল পোকো সি71। এটি Unisoc T7250 প্রসেসর এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসে। এটি 5200mAh ব্যাটারি অফার করে। পোকো ফোনটি 6499 টাকা দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এতে 32MP মেইন লেন্স এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া।
স্যামসাং গ্যালাক্সি এম06 ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে। এতে 6.74-ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক 6300 চিপসেট, 50MP মেইন ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা সহ আসে।
রিয়েলমি নারজো এন63 ফোনটি 5000mAh ব্যাটারি অফার করে। এতে 6.75-ইঞ্চি ডিসপ্লে, Unisoc Tiger T612 প্রসেসর সহ আসে। 50MP মেইন লেন্স এবং 8MP সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে।
রেডমি 14সি ফোনটি 6.88 ইঞ্চি ডিসপ্লে, 50MP মেইন ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা সহ আসে। এতে পাওয়ার দিতে 5160mAh ব্যাটারি রয়েছে। প্রসেসর হিসেবে এতে Helio G81 Ultra চিপসেট পাওয়া যাবে।
ভিভো ওয়াই19ই ফোনে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি রয়েছে। এটি 6.74- ইঞ্চি ডিসপ্লে, Unisoc T7225 চিপসেট সহ আসে।
Digit Intro 2021
Digit Intro 2021