আপনি কেই একটি ফোন কেনার কথা ভাবছেন আর আপনার বাজেট 15,000 টাকা! তবে আজকে আমরা এখানে আপনাদের এই রকমের কিছু ফোনের কথা জানাব। আসলে এই সময়ে এই দামের মধ্যে বেশ কিছু দারুন ফোন আছে। আর সামনেই দুর্গা পুজো, সেই সময়ে কম দামের একটি ভাল ফোন নিজের বা বাড়ির কারো জন্য কেনার কথা হয়ত আপনার মাথায় আছে। আর আজকে আমরা এখানে সেরকম কিছু ফোনের কথাই আপনাদের জানাব।
তাহলে আসুন দেখা যাক যে এই সময়ে এই দামের মধ্যে দারুন ফোন কোন গুলি জার ক্যামেরাও ভাল আবার স্পেক্সও দারুন। আর যা আপনার পকেটে খুব একটা চাপও দেবে না।
Redmi Note 7 Pro
এই ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কর্নিং গোরিলাগ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 612GPU।
এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 4(18W) ফাস্ট চার্জের সাপোর্ট।
Realme 3 Pro
Realme 3 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ পাবেন। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। আর এই ফোনে আপনারা একটি 4K HDR প্লেব্যাক সাপোর্ট পাবেন। আর এই ফোনে আছে 4045mAh য়ের ব্যাটারি।
Redmi Note 7S
এই রেডমি ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে। আর এই ফনে আপনারা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আপনারা P2i ন্যানো কোটিং পাবেন।
ক্যামেরার ক্ষেত্রে Redmi Note 7s ফোনটিতে আপনারা একটি 48MP র ক্তামেরা পাবেন আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 5MP র আর ফোনে আছে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা।
Mi A3
ফোনটি ভারতে সবে ক্লঞ্চ হয়েছে আর এই ফোনে আপনারা 6.08 ইঞ্চির HD+ ডট নচ ডিসপ্লে পাবেন। ফোনে আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Mi A3 ফোনটিতে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন যা একটি 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP আর 2মেগাপিক্সালের ক্যামেরা অফার করে। আর ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা।
Redmi Note 7
Redmi Note 7 ফোনটিতে 2.5D গ্লাস আছে আর এই ফোনে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন। আর এই ফোনটি অ্যাড্রিনো 512 GPU র সঙ্গে আসবে।
Asus Zenfone Max Pro M2
এই ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে অক্টা কোর কোয়াল্ম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার। আর এই ফোনে আপনারা 4GB র্যাম মডেলের সঙ্গে 64GB র স্টোরেজ অপশান পাবেন। আর এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট আছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 12+5MP র ক্যামেরা পাবেন আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা আর ফোনের ব্যাটারি 5000mAh য়ের ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি M30
এই স্যামসাং ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা 15W ফাস্ট চার্জ পাবেন। আর এই ফোনে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাবেন। আর ফোনে স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।
ফোনে আপনারা 13MP র সেন্সারে রস্নগে 5 ,মেগাপিক্সালের দুটি সেন্সার পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা অ্যান্ড্রয়েড ওরিও 8.1 পাবেন।
Realme 2 Pro
এই রিয়েলমি ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 পাবেন। আর এই ফোনে আছে মাইক্রো এসডি কার্ডের স্লটও।
Realme 5 Pro
এই রিয়েলমি ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ আছে জার মেন ক্যামেরা 48MPর। আর এই ফোনে আপনারা একটি 8MP র সেকন্ডারি ক্যামেরা পাবেন আর আছে দুটি 2MP র লেন্স জার মধ্যে একটি ম্যাক্রো লেন্সের কাজ করে।
Oppo K1
আমরা যদি এই ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এইফনে এর সঙ্গে আছে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। আরেই ফোনটি 20,000 টাকা দামের মধ্যে এসেছে।
Vivo Z1 Pro
এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 পাবেন। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফনে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।
আর এই ফোনে ভাল গেমিংয়ের জন্য অ্যাড্রিনো 616 GPU আছে। আর ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন X15 মোডেম পাবেন।
এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই। আর ফোনে 6.53 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ফোনটির ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা 5000mah য়ের ব্যাটারি আছে।
Samsung Galaxy M20
এই স্যামসাং ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন,। আর এই ফোনে আহে এক্সিয়ন্স 7904 প্রসেসার। আর এই ফোনে আপআন্রা 4GB র্যাম আর 3GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন। ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।