খবর পাওয়া গেছে যে Xiaomi Mi 6 ভারতে লঞ্চ হবেনা. কিন্তু তা পরে কোম্পানিই বলবে যে তারা ভারতে তাদের এই ফোনটি লঞ্চ করবে কিনা. তবে আমাদের কাছে Xiaomi Mi 6 এসেগেছে আর আমরা এখানে আপনাদের এই ফোনটির বিষয়ে বলছি.
ডিসপ্লে: 5.15-ইঞ্চি 1080p
প্রসেসার: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835
ব্যাটারি: 6GB
ইন্টারনাল স্টোরেজ: 64/128GB
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট
ব্যাটারি: 3350mAh
ক্যামেরা: 12MP ডুয়াল ক্যামেরা
এটিতে গ্লাস ব্যাক দেওয়া হয়েছে, যার ফলে এটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে. Mi6 স্মার্টফোনটি Mi 5 এর থেকে ভারি.
Xiaomi Mi 6 এর সাইড রাউন্ডেড, সেখানে Mi5 এর সাইড বেশ শার্প. Xiaomi Mi 6 কে সহজেই হাতে ধরে রাখা যায়.
Xiaomi Mi 6 এ ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এতে একটি টেলিফটো লেন্স আছে আর অন্যটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স. দুটি ক্যামেরাই 12MP সেন্সার যুক্ত. এতে 2X অপটিকাল জুম আছে.
এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সামনের দিকে আছে. এই সেন্সারকে বটনের মতনও ব্যবহার করা যাবে.
আমাদের মনে হয়েছিল যে Xiaomi Mi 6 এর ডিজাইন Mi Mix এর মতনই হবে. কিন্তু এতে এখনও ফ্রন্ট ক্যামেরা আর অন্য সেন্সার ডিসপ্লের ওপর দিয়ে গেছে. ফোনে 5.15 ইঞ্চির ডিসপ্লে আছে.
এটিতে USB টাইপ-C পোর্ট আছে. ফোনটিতে হেডফোন জ্যাক নেই.
এই ফোনটিতে হেডফোন জ্যাক নেই এর অর্গান্যামিক্স বেশ ভাল.
সবকিছু দেখলে দেখা যাবে যে, Xiaomi Mi 6 বেশ প্রিমিয়াম, তবে এর ডিজাইন তেমন কিছু নয়. তবে এর স্পেকস ইমপ্রুভ করা হয়েছে.