মাত্র কয়েক দিন আগে ভারতে Vivo তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন X21লঞ্চ করে দিয়েছে। এর সব থেকে বড় বৈশিষ্ট্য এই ফোনের আন্ডার-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার। এই Vivo X21 স্মার্টফোনটির দাম 35,999টাকা। আর এই ফোনটি ফ্লিপকার্ট আর Vivo র অনলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে।
Vivo X21 স্মার্টফোনটিতে 6.28ইঞ্চির AMOLED ফুলভিউ ডিসপ্লে আছে আর এর টপে একটি নচও আছে আর এরকম নচ আমরা এর আগে কোম্পানির মিড রেঞ্জ ডিভাইস V9 য়ে দেখেছি। V9য়ের মতনই X21 স্মার্টফোনটির ডিসপ্লে রেজিলিউশান 1080x2280 পিক্সাল। আর এটি ফুল HD+ ডিসপ্লে। আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এর স্ক্রিন টু বডি রেশিও 90.3%। এই স্মার্টফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার দেওয়া হয়েছে।
Vivo X21 অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট যুক্ত আর এর ক্লক স্পিড 2.2 GHz। আর এতে অ্যাড্রিনো 512 GPU আছে। আর এই Vivo X21 স্মার্টফোনটিতে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে।
এই স্মার্টফোনটিতে 12MP+5MPর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এর ডুয়াল পিক্সাল প্রযুক্তি AI HDR আর AI রেকগজেশান যুক্ত। এই ফোনের 12MP সেন্সার f/1.8 অ্যাপার্চার যুক্ত আর সেখানে এর 5MPর সেন্সার f/2.4 অ্যাপার্চার যুক্ত।
Vivo বলেছে যে AI সিন রেকগজেশান 1 সিন পর্যন্ত ডিটেক্ট করতে পারের আর এই সময়ে ইউজারসরা পারফেক্ট শট নিতে এটি সাহায্য করে।
সেলফি নেওয়ার জন্য Vivo X21 স্মার্টফোনটিতে 12মেগাপিক্সালের সেন্সার আছে আর যা f/2.0 অ্যাপার্চার আর AI ফেস বিউটি ফিচার্সের সঙ্গে এসেছে আর এতে মেশিন লার্নিংয়ের ব্যাবহার করার জনয় সেলফি এক্সপিরিয়েন্স বারায় আর 1080p তে ফুল HD রেজিলিউশান যুক্ত ভিডিও রেকর্ডিং করার ক্ষমতা রাখে।
সেলফি আর ভিডিও নেওয়া ছাড়া ফ্রন্ট ক্যামেরা ফেস রেকগজেশান প্রযুক্তি যুক্ত। মানে এই ক্যামের ফেস রেকগজেশান করতে পারে।
কানেক্টিভিটির জন্য এই ডিভাইসটিতে Wi-fi 802. 11a//g/n/ac ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0 লো এনার্জি, A-GPS য়ের সঙ্গে GPS,GLONASS,BeiDou, FM রেডিও আর 4G VoLTE অফার করা হয়েছে।
এই ডিভাইসটিতে 3200mAhয়ের ব্যাটারি আছে আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এর মেজারমেন্ট 154.5x74.8x7.4mm আর এর ওজন 156.2গ্রাম।
Vivo X21 অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর Funtouch OS 4.0 তে কাজ করে।