WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

দ্বারা Digit Bangla | আপডেট করা Nov 18 2020
WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

বহু প্রতীক্ষার ভারতে শুরু হয়েছে WhatsApp Pay। National Payments Corporation of India (NPCI) এর অনুমতী পাওয়ার পর দেশে শুরু করা হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস। যত দিন যাচ্ছে, দেশে ডিজিটাল পেমেন্টের চল বেড়ে চলেছে। দেশকে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে নানা স্মার্ট ফিচার নিয়ে আসছে পেমেন্ট অ্যাপগুলি। আর সেই বাজার ধরতেই পেমেন্ট সার্ভিসে পা রাখতে চলেছে WhatsApp।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

Facebook সংস্থা তরফে জানানো হয়েছে যে ভারতীয় ব্য়বহারকারীরা তাদের iPhone এবং Android ফোনে এই পরিষেবাটি ব্য়বহার করতে পাবেন। অর্থাৎ এবার WhatsApp ব্য়বহারকারীরা মেসেজের পাশাপাশি সহজেই অর্থ লেনদেন করতে পারবেন।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

Whatsapp ব্য়বহারকারীদের টাকা লেনেদেন করার জন্য় কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না। সংস্থা তরফে এও জানানো হয়, ব্য়বহারকারীদের সুবিধার জন্য ১৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। এই পরিষেবার জন্যএই পরিষেবা ব্যবহার করার জন্য ব্য়বহারকারীদের কাছে কোনও ব্যাংকের ডেবিট কার্ড হলেই হবে।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

WhatsApp Pay সাপোর্ট করে UPI (Unified Payments Interface)। পাশাপাশি ভারতীয় ব্য়বহারকারীরা এই পরিষেবা দশটি ভাষায় ব্য়বহার করতে পারবেন।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

কীভাবে কাজ করবে WhatsApp Pay ?

১- সবার প্রথমে Google Play store বা Apple App Store থেকে WhatsApp আপডেট করতে হবে।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

২- এবার WhatsApp ওপেন করুন। সেখানে উপরে ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন, সেটা ক্লিক করুন।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৩- এখানে আপনি Payments অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তারপর সেখানে Payment method যুক্ত করুন। সেখানে নিজের নির্দিষ্ট ব্যাংকটি বেছে নিতে হবে।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৪- ব্যাংক বেছে নেওয়ার পর ফোন নম্বর ভেরিফাই করাতে হবে। তবে খেয়াল রাখবেন যে, WhatsApp-এর যে নম্বরটি আপনি ভেরিফআই করাচ্ছেন, সেটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করানো থাকা উচিত।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৫- ভেরিফিকেশন পুরো হয়ে গেলে পেমেন্ট সেটিংস সম্পূর্ন করতে হবে। এজন্য অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো একটি নির্দিষ্ট UPI Pin তৈরি করতে হবে। এখানে পেমেন্ট পেজে নিজের বেছে নেওয়া ব্যাংকের নাম দেখতে পারবেন।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৬- এবার আপনার কেউ চেনা আপনার WhatsApp নম্পরে টাকা পাঠালে, সেটা সরাসরি পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৭- আপনি যদি কাউকে টাকা পাঠাতে চাইছেন তবে তাঁর চ্যাটটি ওপেন করতে হবে। এরপর অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৮- এবার পেমেন্ট অপশনে ক্লিক করে যত টাকা পাঠানোর আছে, সেই অ্যামাউন্টটি লিখতে হবে। আপনি চাইলে, কিছু লিখে দিতেও পারেন। যাতে যাঁকে টাকা পাঠাচ্ছেন, তিনি সহজেই তা বুঝতে পারেন।

WhatsApp Pay পরিষেবা ভারতে শুরু, কিভাবে টাকা পাঠাবেন জেনে নিন?

৯.‌ এরপর ইউপিআই পিনটি দিলেই টাকা চলে যাবে যাঁকে পাঠাতে চান তাঁর অ্যাকাউন্টে। আর তা পৌঁছে গেলেই পাবেন কনফার্মেশন মেসেজ।