স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Apr 24 2018
স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

আমরা এখন আমাদের স্মার্টফোন অনেক রকমের ফিচার্স পাই আর। এর মধ্যে যেমন গেম খেলার অভিজ্ঞতাও পাওয়া যায় তেমনি ইন্টারনেট অ্যাক্সেস, হাই রেজিলিউশানের ছবি, ওয়াটার রেজিস্টেন্স এসব অনেক ধরনের ফিচার আমরা পেয়ে থাকি। তবে আপনারা কী আজকের এই ফোনের বিবর্তনের পথটি ভাল করে জানেন? প্রথম স্মার্টফোন, প্রথম ক্যামেরা ফোন, প্রথম কালার ডিসপ্লে যুক্ত ফোন। প্রথম ব্ল্যাকবেরি ফোন, প্রথম গেমিং ফোন, প্রথম ডুয়াল ক্যামেরার ফোন এবং আরও অনেক কিছু। তবে আসুন আমরা একবার সেই স্মৃতির সরণী বেয়ে হেঁটে দেখেনি আজকের স্মার্টফোনের বিবর্তনের পথকে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম টাচস্ক্রিন যুক্ত ফোন

IBM Simon প্রথম ফোন ছিল যা টাচস্ক্রিনের সঙ্গে এসেছিল। আর এটি 1992 সালে লঞ্চ হয়েছিল। আর এর সঙ্গে এটিকে আসলে প্রথম “স্মার্টফোন”ও বলা যায়। আর এটি প্রথম স্মার্টফোন যাতে একটি স্টাইলিশ টাচ স্ক্রিনের ব্যাবহার করা হয়েছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম স্মার্টফোন

সিম্বিয়ানের এই স্মার্টফোনটিতে টাচ স্ক্রিনের সঙ্গে Ericsson R380ছিল আর এটি 2000 সালে লঞ্চ করা হয়েছিল। আর এতে সেরা দুটি জিনিস দেওয়া হয়েছিল- PDA আর মোবাইল ফোন।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম মোবাইল ফোন

প্রথম মোবাইল ফোন নিয়ে এসেছিল মোটোরোলা তাদের DynaTAC 8000x ই সেই ফোন। এটি বিশ্বের প্রথম কমার্সিয়াল মোবাইল ফোন হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এর দাম ছিল  $3,995। আর এটি বিক্রির জন্য প্রথম 1984 সালে আসে। আর প্রথম ফোনটি 1973 সালে 3 এপ্রিল আসে। মোটোরোলার কর্মী মার্টিন কুপার প্রোটোটাইপ DynaTAC 8000x ব্যাবহার করেন।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম ফোন যার ইউনিট সংখ্যা ছিল 250 মিলিয়ানের বেশি

এই রেকর্ডটি করেছিল নোকিয়ার 1100 ফোনটি। যা গ্যাজেট ইতিহাসে সেরা বিক্রিত ফোনের স্বীকৃতি পেয়েছে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম ব্ল্যাকবেড়ি ফোন

ব্ল্যাকবেড়ি  850 প্রথম ফোন যা ব্ল্যাকবেড়ি ব্র্যান্ড থেকে এসেছিল। এই ফোনটি 1999 সালে  12 জুলাই লঞ্চ হয়েছিল। আর এই ডিভাইসটিতে ছয় লাইনের ডিসপ্লে ছিল। আর এর মাধ্যমে ইউজার্সরা মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ইমেল আর ক্যালেন্ডারের সুযোগও পেত। আর এই 850 ফোনটি সেই জাতীয় ফোন যা তখন কর্পোরেটে ইমেলে পাঠানর জন্য ব্যাবহার করা হত। আর এই ফোনটিতে 4MB মেমারি আর AA ব্যাটারি ছিল। আর এর ওজন ছিল 133g। আর এই ফোনটিতে একটি QWERTY কিবোর্ডও ছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম ফ্লিপ/ক্যামলেস ফোন

এখন এই ফোন গুলি না চললেও একটা সময় ছিল যখন এগুলি সবার দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছিল। Motorola StarTAC ছিল প্রথম ফ্লিপ ফোন। আর এটি 1996 সালের 3 জানুয়ারি লঞ্চ হয়েছিল। এই ফোনটিতে 500mAhয়ের রিমুভেবেল ব্যাটারি, আর ফোন বুকে  100টী নম্বর সেভ করার ক্ষমতা ছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

কালার ডিসপ্লে যুক্ত প্রথম ফোন

আমেরিকাতে প্রথম কালার ডিসপ্লে যুক্ত যে ফোনটি আসে তা হল Sanyo SCP-5000। এই ফোনটি 2-ইঞ্চির ডিসপ্লে যুক্ত ছিল আর যা সেই সময়ের অন্য ফোনের থেকে অনেক বেশি বড় ছিল। এই ফোনটিতে 256 গুলি পর্যন্ত কালার ছিল আর এটি 2001 সালে বিক্রিত হয়।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম গেমিংয়ের ফোন

Nokia N-Gage প্রথম ফোন যা গেম কন্ট্রোলের বটনের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এইক ফোনটি 20mm থিক আর 2.1 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ছিল আর এর রেজিলিউশান ছিল 176x208। এই ফোনটিতে 104MHz য়ের প্রসেসার আর 3.4MB’র বিল্ট ইন মেমারি ছিল। আর এই ফোনের ব্যাটারি ছিল 850mAhয়ের।

 

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত প্রথম ফোন

Toshiba G500 আর G900 প্রথম ফোন যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত ছিল আর এই ফোন দুটি 2007 সালে লঞ্চ হয়েছিল। G500 একটি স্লাইডিং ফোনছিল আর এর রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল। এই ফোনটিতে 2.3-ইঞ্চির ডিসপ্লে, 32-বিট ইন্টেল XScale PXA270 312 MHz প্রসেসার আর 2MP’র রেয়ার আর ফ্রন্টে VGA ক্যামেরা ছিল। আর এই ফোনটিতে একটি 1200mAhয়ের ব্যাটারি ছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম ক্যামেরা যুক্ত ফোন

প্রথম ক্যামেরা যুক্ত ফোন কোনটি তা নিয়ে একটি বিতর্ক আছে তবে আর তাই আমরা এখানে দুটি ফোনের বিষয়েই কথা বলব। জাপানে রিলিজ হওয়া শার্প ফোন J-Phoneয়ের ব্যাকে ক্যামেরা ছিল যা 2000 সালের নভেম্বরে লঞ্চ করা হয়। J-SH04 ফোনটি 0.11MPক্যামেরা মাধ্যমে ছবি তুলত আর অন্য ফোন যা ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছিল সেটি ছিল স্যামসংয়ের ফোন। এটি ছিল স্যামসং SCH-V200। দুটি ফোনের ক্যামেরা পার্থক্য এই ছিল যে শার্পের ফোনটি ইউজারকে ইলেক্ট্রনিকালি ছবি পাঠাতো আর স্যামসংয়ের ফোনটিতে এরকম করার জন্য কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করতে হত।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম 3D ফোন

আমরা 3D’র মাধ্যমে সেই প্রযুক্তি বুঝি যা স্মার্টফোনের ডেপথ দেয়। আর এই রকমের প্রথম ফোন 2002 সালে শার্প নিয়ে আসে, যা SH251iS নামে পরিচিত। আর এই ফোনটিতে একটি 2.2ইঞ্চির ডিসপ্লে ছিল। এই ফোনটিতে 0.3MP’র বিল্ট ইন ক্যামেরা  3D ছবি তুলত আর অ্যাপের মাধ্যমে ইউজাররা সাধারন 2D  ছবিকে 3Dতে পরিণত করতে পারত। তবে আমাদের মনে হয়নে তখন কন প্রোগ্রাম অ্যাপের মাধ্যমে করা যেত।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম ডুয়াল ক্যামেরা যুক্ত ফোন

2011 সালে 3D একটি বিষয় ছিল আর LG Optimus 3Dয়ের কথা 2011 সালের ফেব্রুয়ারিতে ঘোষনা করা হয়। আর HTC Evo 3D 2011 সালের মার্চ মাসে লঞ্চ করা হয়। দুটি ফোনই  3Dডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা সেটআও যুক্ত স্মার্টফোন ছিল আর এর ব্যাকে  3Dছবি তোলা যেত। তবে আমরা যদি ডুয়াল ক্যামেরা যুক্ত ফোনের কথা বলি তবে HTC One M8 সেই ফোন ছিল। HTC One M8 2014 সালের এপ্রিলে লঞ্চ করা হয়। আর এই ফোনে দুটি সেন্সার ব্যাবহার করা হয়।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম আইফোন

ফোন নিয়ে কোন তালিকা হলে তাতে আইফোন না থাকলে সেই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে। 2007 সালের জানুয়ারি মাসে প্রথম আইফোনের কথা ঘোষনা করা হয় আর এটি সেই বছরের জুলাই মাস থেকে বিক্রি করা সুরু হয়। প্রথম আইফোনটি 3.5-ইঞ্চির 320x480 TFT ক্যাপাসেটির টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত ছিল আর এতে গোরিলা গ্লাস, অলেওফোবিক কোটিং ছিল। এতে 412MHz প্রসেসার, 2MP ক্যামেরা আর তিনটি স্টোরেজ অপশান- 4,8 আর 16GB’র সঙ্গে এসেছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

কার্ভড ডিসপ্লে যুক্ত প্রথম ফোন

স্যামসং গ্যালাক্সি রাউন্ড প্রথম ফোন যাতে কার্ভড ডিসপ্লে ছিল আর এটি 2013 সালে বিক্রির জন্য আসে। এই স্মার্টফোনটিতে 5.7-ইঞ্চির 1080p ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 800 SoC, 3GB র‍্যাম আর 32GB বিল্ট ইন স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়। আর এই ফোনটিতে 13MP’র প্রাইমারি আর 2MP’র ফ্রন্ট ক্যামেরা ছিল। LG G Flex ফোনটি গ্যালাক্সি রাউন্ডের একমাস পরে লঞ্চ হয়।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

2K ডিসপ্লে যুক্ত প্রথম ফোন

Full HD রেজিলিউশান আর 2K রেজিলিউশান যুক্ত প্রথম স্মার্টফোন হল Vivo Xplay 3S। এই ফোনটি 2013 সালে লঞ্চ হয়। এই ফোনটিতে 5.7-ইঞ্চির ডিসপ্লে,স্ন্যাপড্র্যাগন 800 চিপসেট, আর 3GB র‍্যাম ছিল। এই ফোনটিতে LTE কানেক্টিভিটি f/1.8 অ্যাপার্চারের সঙ্গে 13MP’র রেয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও ছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

OIS যুক্ত প্রথম ফোন

এই সময়ে ফিচার স্মার্টফোনের জন্য অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান বেস সহজ তবে প্রথম যে ফোনটি এই প্রযুক্তি নিয়ে আসে তা হল the Nokia Lumia 920। এই স্মার্ট ফোনটি ইউন্ডোস ফোন ছিল। আর এই ফোনটি ভবিষ্যতের ফোনের ক্যামেরা প্রযুক্তির পরিবর্তন করে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

লিকুইড কুলিং যুক্ত প্রথম ফোন

আরপ একটি প্রযুক্তি ইউন্ডোজ ফোন নিয়ে আসে তা হল, লিকুইড কুলিং। এই প্রযুক্তি প্রথম Nokia Lumia 950 আর 950XL য়ে আসে আর এখন এটি Nokia 8য়েও ব্যাবহার করা হয়েছে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

4K HDR ডিসপ্লে যুক্ত প্রথম ফোন

সম্প্রতি লঞ্চ হওয়া Sony Xperia XZ প্রিমিয়াম হল প্রথম ফোন যা 4K HDR ডিসপ্লে নিয়ে আসে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম অ্যান্ড্রয়েড ফোন

প্রথম অ্যান্ড্রয়েড ফোন 2008 সালের 22 অক্টোবড় HTC নিয়ে আসে। এই ফোনটি HTC Dream নামে পরিচিত হলেও এটি আমেরিকাতে আরও একটি নামে পরিচিত হয় তা হল T-Mobile G1। এটি প্রথম ফোন জাতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড আসে। আর সুধু তাই নয় এই ফোনটি প্রথম ফোন যা কমার্সিয়ালি অ্যান্ড্রয়েডের সঙ্গে লঞ্চ হয়। Sooner নামের একটি ডিভাইস ছিল আর গুগলের Andy Rubin অ্যান্ড্রয়েড ফোনের কথা প্রথম ভাবেন। তবে দুঃখের বিষয় এই যে এই ডিভাইসটি কমার্সিয়ালি কখনো লঞ্চ করা হয়নি।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

ওয়ারলেস চার্জিং যুক্ত প্রথম ফোন

2009 সালের CESয়ে Palm তাদের প্রি স্মার্টফোনের কথা ঘোষনা করে আর বলা হয় যে এটি অপশানালা ইন্ডাক্টিভ চার্জারের সঙ্গে লঞ্চ করা হবে তা হল "Touchstone". আর এই চার্জারটি একটি ব্যাকপ্লেটের সঙ্গে আসে আর প্রি প্লাস মোড CES 2010তে আসে। এর এই ফিচার later Pixi, Pixi Plus আর Veer 4G স্মার্টফোনেও ছিল।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম 18:9 যুক্ত ফোন

18:9 এখন স্মার্টফোনের ট্রেন্ডিং অ্যাস্পেক্ট রেশিও। তবে এটা বেশ মজার যে এই অ্যাস্পেক্ট রেশিওর বয়স মাত্র একবছর। 2017 সালে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত অনেক গুলি স্মার্টফোন আসে। তবে এই ধরনের ডিসপ্লে যুক্ত প্রথম ফোন ছিল LG G6।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

নচ যুক্ত প্রথম স্মার্টফোন

আসলে নচ যুক্ত প্রথম স্মার্টফোন হল essential ফোন তবে আইফোন এই বিষয়টিকে জনপ্রিয় করেছে। আপনি পছন্দ করুন আর না করুন এটা অস্বীকার করতে পারবেন না যে 2018 সালে অনেক স্মার্টফোনই আইফোনের মতন নচ যুক্ত স্মার্টফোনের কথা ঘোষনা করেছে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রথম 120Hz ডিসপ্লে যুক্ত ফোন

ফোনের ডিসপ্লের রিফ্রেস রেটের সম্পর্কে আমরা খুব একটা কথা বলিনা, তবে আপনি যদি গেমার হন তবে এটা আপানার জন্য একটি বড় ব্যাপার। আর গেমারদের জন্য 120Hz রিফ্রেস রেটে ফোন লঞ্চ হয়। এই ফোনটি রেজার লঞ্চ করে রেজার ফোন বিশ্বের প্রথম ফোন যা 120Hz রিফ্রেস রেটের সঙ্গে আসে।

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

ডুয়াল অ্যাপার্চার যুক্ত প্রথম ফোন

স্যামসং গ্যালাক্সি S9 প্রথম ফোন যা বিশ্ব প্রথম ডুয়াল অ্যাপার্চার যুক্ত ফোন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এই ফোনটিতে একটি অসাধারন ডুয়াল অ্যাপার্চার আছে যা স্যামসং তৈরি করেছে। W2018 সুধুমাত্র চিনে লঞ্চ হয়।  

স্মৃতির সরণীতে হেঁটে যাওয়াঃ সেই সব মোবাইল ফোন যা, আলদা মাত্রা যোগ করেছিল

প্রজেক্টার যুক্ত প্রথম ফোন

বিল্ট ইন প্রজেক্টার যুক্ত প্রথম ফোন হল Logic Bolt। এই স্মার্টফোনটির কথা 2008-2009 সালে ঘোষনা করা হয়। আর এতে একটি 640x480 LCOS 10 লুমিয়ান্সের প্রোজেক্টার আছে।