ভারতে জিও আসার পর থেকেই অন্যান্য টেলিকম কোম্পানি গুলি রোজই কোননা কোন অফার এনে বাকিদের প্রতিযোগিতায় ফেলতে চাইছে আর নিজেদের গ্রাহকদের নিজেদের সঙ্গে ধরে রাখতে চাইছে.
সম্প্রতি জিও আন্তর্জাতিক কলের জন্য নিজেদের নতুন ‘রেট কাটার প্ল্যান’ নিয়ে এসছিল. এবার ভোডাফোন আনল তাদের আন্তর্জাতিক রোমিং রেটে নতুন প্ল্যান.
টেলিকম কোম্পানি ভোডাফোন নিজেদের গ্রাহকদের জন্য ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যান নিয়ে এসছে. এই প্ল্যানটিকে কোম্পানি Vodafone i-RoamFree plan নাম দিয়েছে. যেসমস্ত ইউজার্সরা US, UAE বা সিঙ্গাপুর যাচ্ছেন তারা এই প্ল্যানের সুবিধা ওঠাতে পারবেন
.এই প্যাক গুলির দাম Rs.5,000 এ 30 দিন, Rs.3,500 তে 10 দিন, Rs.2,500 তে 7 দিন আর 24 ঘন্টার জন্য Rs.500 করা হয়েছে.
এই প্যাক গুলি US, UAE আর সিঙ্গাপুরে কাজ করছে.1. এই দেশ গুলিতে এই প্ল্যান ব্যাবহার করছে যেসমস্ত ইউজার্সরা তাদের আলাদা কোন শুল্ক দিতে হবে না. এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড ভয়েস কল আর ডাটা ব্যাবহার করতে পারবে.
আপনাদের বলে রাখি যে এর আগে এয়ারটেলও গত বছর তাদের ইন্টারন্যাশানাল প্ল্যান নিয়ে এসছিল.
এয়ারটেল 10 দিনের ভ্যালিডিটির সঙ্গে তাদের ইন্টারন্যাশানাল প্ল্যান লঞ্চ করেছিল. জিও আসার পরে সব টেলিকম কোম্পানিই নিজেদের ট্যারিফ প্ল্যান কম করে দিয়েছে.