Vivo V7 Plus স্মার্টফোনের দাম ২১,৯৯০ টাকা। কোম্পানি সেলফিপ্রেমীদের জন্য এই ফোনটি ডিজাইন করেছে। যারা সেলফি নিতে ভালবাসেন তারা এই ফোনটি অবশ্যই পছন্দ করবেন বলে কোম্পানির আশা।
ক্যামেরা
Vivo V7 Plus এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল ফোনটির ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 24MP’র ক্যামেরা আছে যা সেলফিপ্রেমীদের পছন্দ হবে। আর এই ফোনে একটি 16 MP’র রেয়ার ক্যামেরা আছে। এই ফোনে ফেস বিউটি 7.0 আর পোট্রেড মোড ফিচার্স আছে।
ডিসপ্লে
Vivo V7 Plus স্মার্টফোনটিতে 5.99 ইঞ্চির ফুল ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটিতে ইউনিবডি ডিজাইন আছে। এই ফোনটি মেট ব্ল্যাক আর গল্ড কালারে পাওয়া যাচ্ছে।
ব্যাটারি
এই স্মার্টফোনে 3225 mAH এর ব্যাটারি আছে। যা একবার রিচার্জে সারা দিন নর্মাল ব্যাবহার করা যায়। তবে যারা গেমিং করতে ভালবাসেন তাদের দুবার চার্জ করতেই হবে।
লক-আনলক ফিচার
ফোন আনলক করার জন্য এতে ফেস অ্যাক্সেসও দেওয়া হয়েছে। এছাড়া এতে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেসও আছে।
র্যাম অ্যান্ড স্টোরেজ
Vivo V7 Plus ফোনটিতে 4 GB র্যাম আছে। এই ফোনের স্টোরেজ 64 GB’র। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যাবে।
প্রসেসার
এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন SDM450 অক্টা-কোর 64 বিট প্রসেসার আছে। Vivo V7 Plus স্মার্টফোনটিতে ফানটাচ OS 3.2 আছে আর এই ডিভাইসে AK4376A Hi-Fi চিপস্টেক আছে।
কানেক্টিভিটি
Vivo V7 Plus ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট অপারেটিং সিস্টেম আউট অফ দি বক্স আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G, Wi-Fi 802.11, ব্লুটুথ 4.2 আর মাইক্রো USB 2.0 পোর্ট আছে।