এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Apr 04 2021
এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

ভারতীয় বাজারে গত মাসে অর্থাৎ মার্চ মাসে 15 টির বেশি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার এপ্রিল মাসের জন্য প্রস্তুতি শুরু। এপ্রিলে Xiaomi, Samsung, Realme, Oppo, Tecno মতো ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসতে চলেছে। কিছু স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে, তবে কিছু স্মার্টফোনের লঞ্চ ডেট এখনও জানানো হয়েনি। চলুন জেনে নেওয়া যাক এই মাসে ভারতে কোন কোন ফোন লঞ্চ হবে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Mi 11 Ultra

শাওমি গত মাসে চিনে তিনটি নতুন Mi সিরিজের স্মার্টফোন বাজারে এনেছে, যার মধ্যে Xiaomi Mi 11 Ultra, Mi 11 Pro, Mi 11 Lite 5G রয়েছে। এর মধ্যে 23 এপ্রিল ভারতের বাজারে Mi 11 Ultra লঞ্চ হবে। বলে দি যে Mi 11 Ultra ফোনে 120X Zoom দেওয়া এবং এতে দুটি ডিসপ্লেও রয়েছে। এছাড়া ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দেওয়া হয়েছে। লীক রিপোর্টে এই ফোনের দাম 70,000 টাকা হতে পারে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Samsung Galaxy M42 5G

Samsung Galaxy M42 5G এই মাসে ভারতে চালু হওয়ার কথা রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও এর তারিখ ঘোষণা করা হয়নি। এই ফোন স্নাপড্রাগন 750G প্রসেসর, 8 জিবি র‌্যাম 6000mAh ব্যাটারি এবং 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ গিকবেঞ্চে স্পট করা হয়েছে। এই ফোনের দাম 25 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Oppo F19

6 এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে Oppo F19 স্মার্টফোন। Oppo F19 সিরিজের এটা তৃতীয় ফোন হবে। এর আগে গত মাসে ভারতের বাজারে Oppo F19 Pro এবং Oppo F19 Pro+  আনা হয়েছিল। Oppo F19 ফোনে 5000mAh ব্যাটারি সহ 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের বিক্রি Amazon থেকে হবে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Realme C20, Realme C21 এবং Realme C25

Realme India আগামী সপ্তাহে ভারতে তিনটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। Realme C সিরিজের তিনটি স্মার্টফোন Realme C20, Realme C21 এবং Realme C25 চলতি মাসে 8 তারিখে ভারতে লঞ্চ হবে। তিনটি ফোনের লঞ্চ ইভেন্ট সংস্থার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে। বলে দি যে Realme C20 এই বছর জানুয়ারি মাসে ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে, এর পাশাপাশি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বাজারে আনা হয়েছে। এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হবে Realme C25, যা ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে। ভারতে তিনটি ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Samsung Galaxy F02s, Galaxy F12

স্যামসাং গ্যালাক্সি F02s এবং গ্যালাক্সি F12 ভারতে 5 এপ্রিল আসতে চলেছে। দুটি ফোনই ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে। Galaxy F12 ফোনে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। একই সাথে Galaxy F02s ফোনে 60Hz ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Nokia G10, Nokia G20

HMD Global ভারতে X এবং G সিরিজের ফোন আনতে চলেছে। এর জন্য মিডিয়া ইনভাইটও পাঠানো শুরু করে দেওয়া হয়েছে। G Series এর আওতায় Nokia G10, Nokia G20 ভারতে লঞ্চ করা হবে। এই ফোনের লঞ্চিং 8 এপ্রিল ভারতে হবে। এর মধ্যে X সিরিজের 5G ফোনে স্ন্যাপড্রাগন 480 প্রসেসর পাওয়া যাবে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Tecno Spark 7

Tecno ভারতে আগামী সপ্তাহে 9 এপ্রিল তার লেটেস্ট Tecno Spark 7 লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ই-কমার্স সাইট Amazon-এ এই আসন্ন টেকনো স্মার্টফোনের মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। Tecno Spark 7 ফোনে থাকবে 6000mAh এর ব্যাটারি, বড় স্ক্রি, ফ্রন্টে ফ্ল্যাশ, পিছনের প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Samsung Galaxy M62 5G

Samsung Galaxy M62 5G ফোন সম্প্রতি ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস ব্যুরোতে স্পট করা হয়েছে। এর আগে এই ফোনের 4G ভ্যারিয়্যান্ট ভারতে Exynos 9825 প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। ফোনের লঞ্চিং তারিখ সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

iQOO 7 Legend BMW Edition

iQOO ভারতে iQOO 7 লঞ্চ করার ঘোষনা করে দিয়েছে তবে এখনও কোনও তারিখ দেয়নি। এই মাসে ভারতে iQOO 7 লঞ্চ করা হবে। এই ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে। এর দাম 40,000 টাকার কাছাকাছি হতে পারে। iQOO 7 Legendary Edition স্মার্টফোনও ভারতে চালু করা যেতে পারে।

এপ্রিল মাসে ভারতে আসছে এই 10 সেরা স্মার্টফোন, থাকবে চমকে দেওয়া ফিচার

Infinix Hot 10 Play

Infinix Hot 10 Play ফোন ভারতে 19 এপ্রিল লঞ্চ করা হবে। এই ফোন পাকিস্তান এবং ফিলিপাইনের মতো দেশে লঞ্চ করা হয়েছে। Infinix Hot 10 Play-তে 6.82 ইঞ্চি এইচডি প্লাস নচ ডিসপ্লে রয়েছে। এছাড়াও ফোনে মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর, 2 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ রয়েছে।