CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Mar 04 2020
CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

চারিদিকে সারা বিশ্বেই এখন Coronavirus য়ের আতঙ্ক, এর ফলে সারা বিশ্ব যখন আতঙ্কিত আর চারদিকে মৃত্যু ভয় তখন টেক জগতও করোনার প্রভাব থেকে বাঁচতে পারেনি।

এর মধ্যেই Mobile World Congress, Facebook event, Facebook conference, Google Cloud next, Microsoft MVP Summit, Game Conference য়ের মতন একাধিক ইভেন্ট ক্যান্সেল হয়েছে। করোনাভাইরাস (COVID-19) নিয়ে বলা হয়েছে যে সারা বিশ্বে এখনও পর্যন্ত এই রোগে অসংখ্য মৃত্যু হয়েছে।

কোন কোন ইভেন্ট Coronavirus য়ের জন্য কোন কোন ইভেন্টে ক্ষতি হয়েছে তাই আমরা এখন দেখার চেষ্টা করব।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Xiaomi Redmi Note 9 সিরিজ

যে সব tech event cancelled হয়েছে তার মধ্যে প্রথমেই নাম করতে হয় 12 মার্চের লঞ্চ ইভেন্ট। এই দিন ভারতে Xiaomi Redmi Note 9 সিরিজ লঞ্চ হওয়ার কথা ছিল। আর এবার এই ইভেন্ট ক্যান্সেল হওয়ার বিষয়ে জানা গেছে। এই ইভেন্টটি 12 মার্চ দিল্লিতে হওয়ার কথা ছিল।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Google I/O 2020

গুগলের এই ইভেন্টড়টি 12 মে থেকে 14 মের মধ্যে হওয়ার কথা ছিল সেই ইভেন্টও coronavirus য়ের জন্য ক্যান্সেল করা হয়েছে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

এর সঙ্গে সাইবার সিকিউরিটি Sinemens য়ের মতন ইভেন্টও করোনা ভাইরাসের জন্য ক্যান্সেল করা হয়েছে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Realme র ইভেন্ট

ভারতেও করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেছে বলে ভারতে রিয়েলমি তাদের 6 সিরিজের ইভেন্ট ক্যান্সেল করেছে।তবে এই ইভেন্টটিও অনলাইনে হবে মানে ফোন অনলাইনে লঞ্চ করা হবে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

MWC 2020

করোনাভাইরাসের জন্য ইভেন্ট ক্যান্সেলের তালিকা করতে গেলে অবশ্যই MWC 2020 র নাম করতে হয়। এই প্রথম MWC ক্যান্সেল করা হয়েছে,। আর এটি 24 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বার্সেলোনাতে হওয়ার কথা ছিল কিন্তু এই ইভেন্টটিও coronavirus য়ের জন্য ক্যান্সেল হয়েছে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Google Cloud Next

এই ইভেন্টটি শুধু মাত্র অনলাইনে হবে এর এমনি ইভেন্ট ক্যান্সেল হয়েছে। এটি 6-8 এপ্রিল সান ফ্রান্সিস্কোতে হয়ার কথা ছিল।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Facebook F8

ক্যালিফোর্নিয়াতে 6-8 মে হতে চলা স্যান জন্সে অনুষ্ঠিত হতে চলা ফেসবুকের F8 ইভেন্টও বাতিল হয়েছে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Microsoft MVP

মাইক্রোসফটের গ্লোবাল সাবমিট যা 15 মার্চ থেকে 20 মার্চ ওয়াশিংটনে হওয়ার কথা ছিল তা এখন শুধু মাত্র অনলাইনে হবে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Google News ইন্টেটিভ সামিট

এই গুগলের ইভেন্টটি এপ্রিলের শেষের দিকে ক্যালিফোর্নিয়াতে হওয়ার কথা ছিল।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Facebook গ্লোবাল মার্কেটিং সামিট

ফেসবুকের গ্লোবাল মার্কেটিং Summit 9 মার্চ থেকে 12 মার্চ সানফ্রান্সিস্কোতে হওয়ার কথা ছিল যা ক্যান্সেল হয়েছে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

করোনা ভাইরাসের জন্য cancelled tech event য়ের তালিকায় আছে অ্যাডমে সামিটের নামও,। যা কিনা 29 মার্চ থেকে 2 এপ্রিল লাস ভেগাসে হওয়ার কথা ছিল। তবে এই ইভেন্টটিও অনলাইনে হবে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

Nvidia GTC-GPU টেকনলজি কনফারেন্স

22 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত হতে চলা এই নভিডিয়ার GTC-GPU ইভেন্ট যা সান ফ্রান্সিস্কোতে হওয়ার কথা ছিল তা ক্যান্সেল হয়ে অনলাইনে হবে।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

করোনা ভাইরাসের জন্য ক্যান্সেল ইভেন্টের তালিকায় আছে Ciso Live Melborne য়েরত ইভেন্টও যা কিনা 3-6 মার্চ হওয়ার কথা ছিল।

CORONAVIRUS এফেক্ট, অসংখ্য টেক ইভেন্ট ক্যান্সেল

এখানে এই কটি tech conference বা টেক ইভেন্টের বিষয়ে বলা হয়েছে। এর সঙ্গে আরও একাধিক ইভেন্ট বা কনফারেন্স COVID 19 বা করোনাভাইরাসের জন্য ক্যান্সেল করা হয়েছে।