সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Mar 04 2023
সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

আজকাল 5G স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। ভারতে তো এখন এই পরিষেবা চালুও হয়ে গিয়েছে। দেশের একাধিক শহরে ইতিমধ্যেই এই পঞ্চম জেনারেশনের পরিষেবা নিয়ে এসেছে Jio, Airtel আপনিও কি এই পরিষেবার সুবিধা পেতে চানতাই নতুন ফোন কেনার কথা ভাবছেনএদিকে আপনার বাজেট মাত্র 15,000 টাকাতাহলে তালিকায় রাখতে পারেন এই ফোনগুলো।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Lava Blaze 5G

এই ফোনটির দাম 10,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি। এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে আছে। এখানে 90 HZ রিফ্রেশ রেট মিলবে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Samsung Galaxy M13 5G

এই ফোনের দাম দেশে 11,999 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 4 GB RAM যা 12 GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা আছে। 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এখানে 64 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে, এবং 5000mAh ব্যাটারি আছে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

 

Redmi Note 11

এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এখানে আছে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 50, 8 এবং 2 মেগাপিক্সেলের তিনটি ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে। 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে মিলবে এখানে।  এটিতে 90 Hz রিফ্রেশ রেট মিলবে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Poco M4 Pro 5G

এই ফোনের দাম 12,999 টাকা। এটিতে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। MediaTek Dimensity 810 প্রসেসর সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে মিলবে সঙ্গে 50 এবং 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Infinix Note 12 5G

এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই ফোনে আছে MediaTek Dimensity 810 5G প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। 6.7 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে সঙ্গে 5000mAh ব্যাটারি।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Samsung Galaxy F23 5G

এই ফোনের দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। এখানে আছে Qualcomm Snapdragon 750G প্রসেসর আছে সঙ্গে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে মিলবে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Infinix Hot 20 5G

এই ফোনটির দাম 12,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 810 প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে এই ফোনে। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে। সঙ্গে 5000mAh ব্যাটারি আছে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

IQOO Z6 Lite 5G

এই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। এখানে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর সহ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। 50 এবং 2 মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 6.58 ইঞ্চির  একটি ডিসপ্লে আছে এখানে যেখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Redmi 11 Prime 5G

এই ফোনের দাম হল 13,999 টাকা। MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে এটি চলে। সঙ্গে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে। 6.58 ইঞ্চির একটি LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। সঙ্গে 90 HZ রিফ্রেশ রেট মিলবে এই ফোনে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Poco M4 Pro 5G

এই ফোনের দাম হচ্ছে 12,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 810 প্রসেসর সহ 50 এবং 8 মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা। এখানে আছে 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে সহ 5000mAh বয়াতি।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Realme 9i 5G

এই ফোনের দাম শুরু হচ্ছে 14,998 টাকা থেকে। এখানে আছে MediaTek 810 5G প্রসেসর সহ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে মিলবে 50 এবং দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর। 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে মিলবে এখানে। সঙ্গে 5000mAh ব্যাটারি।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Oppo A74 5G

এই ফোনের দাম হল 15,490 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 480 5G প্রসেসর সহ 6 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আছে 48, 2, 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। 6.49 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Motorola G62 5G

এই ফোনের দাম হল 14,999 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, যেখানে মিলবে 50, 8, 2 মেগাপিক্সেলের সেন্সর। এখানে আছে 6.55 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে রয়েছে এখানে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Realme Narzo 50 5G

এই ফোনের দাম 15,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 810 5G প্রসেসর সহ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে মিলবে 48 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর সহ 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। 5000mAh ব্যাটারি থাকবে এখানে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Poco X4 pro 5G

এই ফোনের দাম 16,999 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। 64, 8, 2ম মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা আছে এই ফোনে। 6.7 ইঞ্চির একটু Full HD+ AMOLED ডিসপ্লে আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Redmi Note 12 5G

এই ফোনের দাম 17,999 টাকা। এখানে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর সহ 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আছে 48, 8, 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে এই ফোনে যেখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট সহ 240 HZ টাচ স্যাম্পলিং রেট। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

OnePlus Nord CE 2 Lite 5G

এটির দাম 18,999 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 64, 2, 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এই ফোনে। 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। সঙ্গে 120 HZ রিফ্রেশ রেট। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Samsung Galaxy M33 5G

এই ফোনের দাম 19,499 টাকা। এখানে আছে Exynos 1280 প্রসেসর সহ 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ। 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। সঙ্গে 50, 5, 2, 2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা আছে। 6.6 ইঞ্চির একটি LCD ডিসপ্লে আছে এই ফোনে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Realme Narzo 50 Pro 5G

এই ফোনের দাম 21,999 টাকা। এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। 48, 8, 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 6.4 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে রয়েছে এই ফোনে। 31 মিনিটে এই ফোনে চার্জ 50%  হতে পারে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

Redmi K50i 5G

এই ফোনের দাম 23,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 8100 প্রসেসর সহ 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 64, 8 , 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে এখানে যেখানে মিলবে 144 Hz রিফ্রেশ রেট মিলবে।

সেরা 5G ফোন কিনবেন ভাবছেন? বাজেট মাত্র 15,000? তালিকায় থাক এই ফোনগুলো

আপনি যদি কিছু সস্তা স্মার্টফোন কিনতে চান, তাহলে নিচে ক্লিক করে আপনি 8000 টাকা পর্যন্ত দামে আসা স্মার্টফোনগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন।

বেশি খরচ না করেই কিনুন 8000 টাকা দামের সেরা ফোন