Samsung Galaxy S8 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে. এই ফোনটি দেখতে অন্য স্মার্টফোনের থেকে বেশ আলাদা. তবে অনেক ভাল ব্যাপারের সঙ্গে এই স্মার্টফোনটির বেশ কিছু ত্রুটিও আছে.
ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
বড় সাইজের এই স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে বেশ সমস্যা হয়. Samsung Galaxy S8 এও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়.
বিক্সবি
বিক্সবি Samsung এর ভার্চুয়াল AI অ্যাসিস্টেন্স. এই ভার্চুয়াল AI অ্যাসিস্টেন্সটির তেমন কোন ব্যবহার ভারতে নেই. এই ফিচারটির জন্য Samsung Galaxy S8 এ একটি আলাদা বটন আছে.
ভেঙে যাওয়ার ভয়
এই স্মার্টফোনটির ডিজাইনে গ্লাস এর অনেক বেশি ব্যবহার করা হয়েছে. যার জন্য এই স্মার্টফোনটি দেখতে বেশ ভাল. কিন্তু এই ফোনটি যদি আপনার হাত থেকে পরে যায় তবে এই ফোনটির স্ক্রিন ভেঙে যাওয়ার সম্ভবনা আছে.
ফেস আনলক
এই ডিভাইসে ফেস আনলক ফিচার আছে. কিন্তু এই ফিচারটি ভাল ভাবে কাজ করেনা. এছাড়া এই ফিচারটি খুব স্লো তাই এটি নিয়মিত ব্যবহার করা যায় না.
মাইক্রোসাপোর্ট আর অন্য অ্যাপ
Samsung তাদের UI bloatware free বানিয়েছে.কিন্তু তাও এই ডিভাইসে মাইক্রোসাপোর্ট অ্যাপ আর কিছু অন্য অ্যাপ সরানো যায়না.
ব্যাটারি
এই স্মার্টফোনটির ব্যাটারি আরো পাওয়ারফুল হওয়া উচিত ছিল. সাধারনত এত বড় স্মার্টফোনের সঙ্গে বড় ব্যাটারি দেওয়া হয়.