সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Feb 20 2018
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

এই মুহূর্তে ভারতের বাজারে বিশ্বের সব থেকে বড় স্মার্টফোনের বাজারের মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। এই কারনেই ভারতীয় স্মার্ট ফোনের বাজারে প্রায়ই কোননা কোন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আর এবার ভারতীয় বাজারে অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে। আর বিভিন্ন কোম্পানির মধ্যে অনবরত প্রতিযোগিতা হয়ে চলেছে। আরমা এখানে আপনাদের সেই সব স্মার্টফোনের কথা বলব যা সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Invens Diamond D2

এই ফোনটির দাম 7,490টাকা। এই ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটিতে কোম্পানি 5-ইঞ্চির HD ডিসপ্লে দিয়েছে যার রেজিলিউশান 1280 x 720পিক্সাল। এই ফোনটিতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 8MP’র আর এতে LED ফ্ল্যাশ আছে। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি একটি 4G VoLTEফোন। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Invens Fighter F1

এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এই ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটির রেয়ার ক্যামেরা 13MP’র আর এটি LED ফ্ল্যাশ যুক্ত এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এরতি একটি 4G VoLTEফোন। এর ব্যাটারি 3200mAh এর, এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Invens Fighter F2

কোম্পানি এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দিয়েছে যার রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এই ফোনটিতে 1.3GHz এর কোয়াড কোর প্রসেসার আছে। আর এই ফোনটির র‍্যাম 3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB যে স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়।এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর এতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3200mAh এর।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

HTC U11 Plus

এই ফোনটিতে 6GB র‍্যাম দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামেজিং সিলভার কালারে লঞ্চ হয়েছে। এই ফোনটির দাম 56,990টাকা। ইউজার্সরা এই ফোনটিতে 128GB’র স্টোরেজ পাবে। HTC U11+ ফোনে 6-ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াড কোর  HD+ ডিসপ্লে আছে। এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর সুরক্ষা আছে। এই ফোনটির ডিসপ্লে রেজিলিউশান 2880 x 1440 পিক্সাল। আর এর রেয়ার ক্যামেরা 12MP’র আর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ফোনটিতে 3930mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি IP68 সার্টিফিকেশান যুক্ত আর যার জন্য এটি ওয়াটার আর ডাস্ট প্রুফ।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Sony Xperia L2

ভারতে এই সোনির ফোনটির দাম 19,990 টাকা। এই ফোনটিতে 5.5-ইঞ্চির একটি HD রেজিলিউশান দেওয়া হয়েছে। এর রেজিলিউশান 1280x720 পিক্সাল। এই ফোনটিতে মিডিয়াটেক MT6737 চিপসেট আছে। এই সোনির ফোনে একটি কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে যার কল্ক স্পিড 1.5GHz। এই ফোনটির র‍্যাম 3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অবচি এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 3300mAh এর ব্যাটারি আছে। Xperia L2 ফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনটিতে 13MP f/2.0 অ্যাপার্চারের রেয়ার ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। আর এর সঙ্গে ফোনে 8MP’র 120-ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Infinix Hot S3

Infinix Hot S3 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা আর এর 4GB র‍্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999টাকা। Infinix Hot S3 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি 20MP’র লাইট সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে 5.7-ইঞ্চির ডিসপ্লে আছে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লে আর এটি এই রকম ডিসপ্লে যুক্ত কোম্পানির প্রথম ফোন।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Oppo F5 Sidharth Edition 

Oppo F5 Sidharth Edition স্মার্টফোনটির ভারতে দাম 19,990টাকা। এই ফোনটি ব্লু কালারে আনা হয়েছে। এই ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 3200mAh এর ব্যাটারি আর অক্টা কোর MT6763T প্রসেসার দেওয়া হয়েছে। এর ডিসপ্লে6.0-ইঞ্চির। এরি একটি FHD+(2160 by 1080পিক্সাল) ডিসপ্লে। এই ফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা আর 20MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Vivo V7 Plus ইনফানাইট লাভ রেড এডিশান

এই স্মার্টফোনটিতে ভিভো ফ্যাসান ডিজাইনার মনীষ মলহোত্রার সনেগ লঞ্চ করেছে। এটি লাভ লিমিটেড এডিশানের ফোন। এই স্মার্টফোনটির দাম 22,990টাকা। এই ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 দুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির সেলফি ক্যামেরা  24 MP’র। আর এই ফোনের রেয়ার ক্যামেরা 16MP’র। এই ফোনটিতে বিউটি 7.0 আর পোট্রেড ফিচার আছে। Vivo V7 Plus ফোনে কোয়াল্কম স্ন্যপড্র্যাগন 450 অক্টা কোর 64 বিট প্রসেসার, 4 GB র‍্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এর ব্যাটারি 3225 mah এর।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Honor 7X Red Edition

অনলাইন শপিং ওয়েবসাইটে Honor 7X Red Edition লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসটিতে কিরিন 659  চিপসেট, 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্টে 8MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3340 mAh এর ব্যাটারি আছে।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Infocus A2

Infocus A2 ফোনটির ভারতীয় বাজারে দাম 5199 টাকা। এই ফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এই ফোনটিতে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এই ডিভাইসে 1.30GHz স্প্রেড্রাম SC9832 কোয়াড কোর মালী 400 MP2 GPU আছে। ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 64GB অবচি বাড়ানো যায়। ফোনটিতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 2400mAh এর।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Xiaomi Redmi 5A রোজ গোল্ড

Xiaomi Redmi 5A ফোনটির রোজ গোল্ড ভেরিয়েন্টটির ভারতে দাম 4,999টাকা। এই ফোনটিতে 5-ইঞ্চির ফুল ল্যামিনেটেড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3000mAh এর। কোম্পানি এই ফোনটিতে MIUI সিস্টেম লেভেল্র পাওয়ার অপ্টিমাইজেশান দিয়েছে। আর কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি যথেষ্ট শক্তিশালী।আর ব্যবহারের জন্য ফোনটি যথেষ্ট এফিসিয়েন্ট।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Moto X4

নতুন Moto X4 ফোনটির র‍্যাম 6GB আর এর দাম 24,999 টাকা। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আছে। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। Moto X4 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাস সেটআপ আছে একটি ক্যামেরা  12MP’র আর অন্য ক্যামেরাটি 8MP’র। এই ফোনটিতে 12MP’র সেন্সার ডুয়াল অটফোকাস পিক্সাল সেন্সার আর f/2.0 অ্যাপার্চার লেন্স আছে। এই ফোনটিতে  8MP ইউনিটের একটি আল্ট্রকা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স আছে। এই ফোনটি ভারতে 3GBর‍্যাম/ 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম/ 64GB স্টোরেযে পাওয়া যায়।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Honor 9 Lite

এই ডিভাইসটিতে 13MP + 2MP কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এই স্মার্টফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে এটির দাম 11,99 9টাকা। এও ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্ট্রএজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। এই ফোনটিতে 5.65 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে আছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9। ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একটি ডুয়াল সিমের ডিভাইস। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Samsung Galaxy On7 Prime 

এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে 3GBর‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ। Samsung Galaxy On7 Prime ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 12,990 টাকা, আর এর 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 14,990টাকা।এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD TFT ডিসপ্লে আছে। আরর এই ফোনটিতে 1.6GHz অক্টা-কোর Exynos 7870 প্রসেসার আছে। এই ফোনটিতে 13MP র ফ্রন্ট আর 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3300mAh এর।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Oppo A83

এটি একটি মিড রেন্সের ফোন এই ফোনটির দাম 13,990 টাকা। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট নির্ভর কালার আইওএস 3.2 দেওয়া হয়েছে। ফোনটিতে 5.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 720x1440 পিক্সাল। এর রেজিলিউশান 720x1440 পিক্সাল। এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই ওপ্পোর ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ফোনটিতে 16GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Titanium Frames S7

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে আর এর র‍্যাম 3GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB। এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128 GB  অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 2.5D কার্ভড গ্লাসের সঙ্গে 5.5ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ফোনের ব্যাটারি 3,000mAh এর।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Smartron tphone P

Smartron tphone P ফোনটির অন্যতম বড় বৈশিষ্ট্য এর 5000 mAh এর ব্যাটারি এই ফোনটিতে 5.2-ইঞ্চির HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজিলিউশান 1280x720 পিক্সাল। এই ফোনটিতে অ্যাড্রিনো 505 GPU দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

OnePlus 5T Lava Red

OnePlus 5T Lava Red এডিশানটির দাম 37,999 টাকা এই ফোনটিতে 8GB র‍্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ 128GB। এই ফোনটিতে ফুল HD রেজিলিউশানের সঙ্গে 6ইঞ্চির অপ্টিক AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটিতে 20+16MP রেয়ার ক্যামেরাস আছে। আর OnePlus 5T Lava Red ভেরিয়েন্টের ফ্রন্ট ক্যামেরা 16MP’র।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Samsung Galaxy A8+ 2018

Samsung Galaxy A8+ 2018 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে, এই ফোনটির দাম 32,999টাকা। এই স্যামসং ফোনটিতে 16MP+8MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক্যামেরাই f/1.9 অ্যাপার্চার লেন্স যুক্ত। এই ফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা f/1.7 অ্যাপার্চার লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে। ফোনটিতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি IP68 সার্টিফিকেশান প্রাপ্ত আর তাই এই ডিভাইসটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন গুলি

Samsung Galaxy J2 Pro

Samsung Galaxy J2 Pro ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, আর এই ফোনে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা সম্ভব। ফোনটিতে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের রেজিলিউশান QHD। এই ফোনের র‍্যাম 1.5GB আর এর প্রসেসার 1.4GHz এর। এই ফোনটিতে 8MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 2,600 mAh এর। আর ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।