2019 সালে আমরা ফোনের বাজারে নতুন প্রযুক্তি দেখেছি আর 2020 সালে সেই ট্রেন্ড সমানে এগিয়ে চলেছে। আর এই ফোনের মধ্যে আছে Redmi 9 য়ের মতন ফোনের নামও আর সঙ্গে আছে Relame X50 Pro 5G ফোন যা এর মধ্যে লঞ্চ হয়েছে। আর ওয়ানপ্লাসের OnePlus 8 সিরিজও এই তালিকায় আছে।
স্যামসাং তাদের Galaxy Note 10 Lite, Galaxy S11আর Galaxy S10 Lite ও এই তালিকায় ওপ্পো আর হুয়াওয়ের ফোনের নামও আছে।
OnePlus 8 সিরিজ
ওয়ানপ্লাস তাদের OnePlus 8 সিরিজের 2020 সালের দ্বিতীয় কোয়াটারে লঞ্চ করা হতে পারে। লিক আর রিউমার্স অনুসারে OnePlus 8 Lite ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে আছে। আর সেখানে এই ফোনের প্রো ভেরিয়েন্টে 6.7 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপন্রাআ মর্ডান পাঞ্চ হোল ডিজাইন পেতে পারেন।
আর এর সঙ্গে অনুমান করা হচ্ছে যে এই ফোনে ওয়ারলেস চার্জিং যুক্ত ফোন হবে ওয়ানপ্লাস 8 Pro আর ওয়ানপ্লাস 8 য়ে তা থাকবে না। আর লাইট একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসবে।
নভেম্বর মাসে টুইটে বলা হয়েছে যে OnePlus 120Hz ডিসপ্লে থাকতে পারে। আর 2020 সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস 2K 120Hz ডিসপ্লে যুক্ত হতে পারে। আর কোম্পানি অনুসারে নতুন স্ক্রিনে স্মুথ ভিডিও প্লেব্যাল আর QHD+ রেজিলিউশানের জন্য MEMC প্রযুক্তি ব্যাবহার করা হবে। আর এই ব্রাউইটনেশ 4096 য়ের হবে।
XIAOMI REDMI 9
শাওমি 2020 সালের প্রথমে Redmi 9 ফোনটি নিয়ে আসবে। এর সাম্প্রতিক লিক অনুসারে রেডমি 9 ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও G70 SoC পাবেন। আর এর সঙ্গে এতে 6.6 ইঞ্চির ডট নচ ডিসপ্লে দেওয়া হবে আর এই ফোনে থাকতে পারে 4GB আর 64Gb স্টোরেজ। আর এই ফোনের বাকি ডিটেলস এখনও জানা জায়নি।
SAMSUNG GALAXY M11 সিরিজ
স্যামসাংয়ের Galaxy S11 সিরিজের ফোনের বিষয়ে যদি দেখা হয় তবে দেখা যাবে যে Galaxy S11e, Galaxy S11,আর galaxy S11+ ফোন থাকবে। আর Galaxy S11 ফোনে আপনারা 108 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন যা 5X জুম আর 9 ইন 1 পিক্সাল বিবিং পাবেন। আর এর সঙ্গে এই ফোনটি আমেরিকার বাজারে স্ন্যাপড্র্যাগন 865 চিপসেটের সঙ্গে আসবে আর সেখানে এটি ইউরোপের বাজারে 990 র সঙ্গে আসার কথা। আর এই দুটি মডেলে 5G মোডেমের সঙ্গে ইন্টিগ্রেটেড হবে। Samsung Galaxy S11 Plus ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।
HUAWEI P40
হুয়াওয়ে 2020 সালের প্রথম কোয়াটারে লেটেস্ট Huawei P40 ফোনটি আনছে। আর কোম্পানির CEO Richard Yu বলেছেন যে 2020 র মার্চ মাসে হুয়াওয়ের নতুন সিরিজ আসবে। Huawei P40 series ফোনে থজাকবে 120Hz রিফ্রেশ রেট। আর এই ফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে আর এটি 2K রেজিলিউশানে আসবে। আর এই ডিভাইস হুয়াওয়ে কিরিন 990 SoC যুক্ত হবে আর এই ফোনে 12Gb র্যাম থাকবে আর সঙ্গে 512Gb র স্টোরেজও থাকবে।
REALME X50 PRO 5G
Realme X50 Pro 5G ফোনে 6.44 ইঞ্চির আল্ট্রা স্মুথ AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা পাবেন ব্যাকে 3D Ag গ্লাস। আর এই ফোনটি আপনারা মস গ্রিন কালারে কিনতে পারবেন। আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ যা 64Mp র মেন ক্যামেরা অফার করে। আর সঙ্গে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865।
SAMSUNG GALAXY S10 LITE
এই স্যামসাং ফোনে আছে 6.7 ইঞ্চির ফুল HD+ Super AMOLED Plus Infinity-O ডিসপ্লে । আর এই ফোনে এর সঙ্গে আছে 394PPI। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 10 নির্ভর OneUi 2.0 তে কাজ করবে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার। আর এই ফোনে আপন্রা পাবেন 8Gb র্যাম আর LPDDR4X র্যাম। যা 128Gb র স্টোরেজ সাপোর্ট করে।
OPPO FIND X2
এই ওপ্পো ফোনটি মার্চ মাসে আসবে আর এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির স্কিরন পাবেন। আর GSMArena র একটি রিপোর্ট অনুসারে এই ফোনের কারভড এজের বিষয়ে জানা গেছে। আর এই ফোনে আপনারা একটি QHD+ রেজিলিউশানের প্যানেল পাবেন।
REDMI K30 PRO
এই ফোনে আপনারা একটি 4700mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি 33W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। এই ফোনটি Redmi K20 র জায়গায় আসবে। আর এই ফোনটি 5G ভেরিয়েন্টেও লঞ্চ করা হবে। ফোনে সোনির IMX686 সেন্সার থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে আসবে।
SAMSUNG GALAXY NOTE 10 LITE
এই স্যামসাংয়ের ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকবে যা 12Mp র ডুয়াল ক্যামেয়ারর সঙ্গে আসবে। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন যা 254W ফাস্ট চার্জ সাপোর্ট করে।