ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

ভারতে 5G প্রযুক্তি আশার বিষয়ে বিভিন্ন খবর এসে চলেছে। এই সময়ে অনলাইন গেম, গান শোনা বা এই ধরনের একাধিক বিষয় আরও বেশি দ্রুততার সঙ্গে করার জন্য এবার স্মার্ট ফোন কোম্পানি গুলি এই নতুন প্রযুক্তি ফোনে আনতে চাইছে। আর এবার আমরা এখানে এমন কিছু ফোনের বিষয়ে বলব যা ভারতে 5G কানেক্টিভিটির সঙ্গে আসতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

SAMSUNG GALAXY S10 5G

এই স্যামসাং ফোনটি কোম্পানির একটি 5G ফোন আর এটি জুলাই মাসেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনে 4500mAh য়ের ব্যাটারি আর একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পেতে পারেন। আর এই ফোনে এর সঙ্গে 2.7GHz অক্টা কোর এক্সিয়ন্স 9820 থাকতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

HUAWEI MATE X

এই হুয়াওয়ে ফোনটি এই বছর লঞ্চ করা হতে পারে, আর এর সঙ্গে এই ফোনটি একটি ফোল্ডেবেল ফোন হিসাবেও আসতে পারে। এই ফোনে 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে 8ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পেতে পারেন। আর এই ফোনে হিলিকন কিরিন 980 প্রসেসার থাকতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

LG V50 THINQ

এই এলজি ফোনে আপনারা 5G র সঙ্গে এই বছরের অক্টোবর মাসে আসতে পারে। আর এই ফোনে একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855  আর 6GB র‍্যাম থাকতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

XIAOMI MI MIX 3 5G

সাওমির এই ফোনটিতে একটি 6.39 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080x2340 পিক্সালের। আর এই ফোনে 2.8GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার থাকতে পারে আর ফোনে একটি 6GB র‍্যাম থাকতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

ONEPLUS 7 PRO 5G

ওয়ানপ্লাসের এই প্রো ভেরিয়েন্টের 5G এডিশানে একটি 4000mAh য়ের ব্যাটারি আর 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই থাকতে পারে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 থাকার সম্ভাবনা আছে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

OPPO RENO 5G

Oppo Reno র এই 5G এডিশান ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে আর এই ফোনে একটি 2.84 GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর 8GB র‍্যাম থাকতে পারে।

ভারতে এবার এই 5G ফোন গুলি লঞ্চ হতে পারে

MOTOROLA MOTO Z4

এই মোটোরোলা ফোনটিতে একটি 3600mAh ব্যাটারি থাকতে পারে। আর এই ফোনে 6.4 ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই আর 2.0GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার যুক্ত হতে পারে।