টেলিকম জগতে প্রায় প্রতিদিনই সবাক বা নির্বাক যুদ্ধ চলতে থাকে আর কোম্পানি তাদের ইউজারদের নিজেদের কাছে রাখার জন্য প্রায়ই নতুন নতুন কোন প্ল্যান বা অফার নিয়ে হাজির হয়। আর জিও, এয়ারটেল আর ভোডাফোন নিজেদের এরিয়াতে আলাদা আলাদা প্ল্যান অফার করে আর এর মধ্যে কিছু প্ল্যান শুধু ডাটার কথা মাথায় রেখে তৈরি করা হয়। আর আজকে আমরা এর মধ্যে থেকে Vodafon য়ের সেই সব প্ল্যানের বিষয়ে বলব যেগুলি মাত্র 100 টাকা দামে পাওয়া যায় আর যা ডাটার কথা মাথায় রেখেই এসেছে।
ভোডাফোনের এই প্ল্যানের দাম মাত্র 11টাকা আর এটি এক দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। আর এই প্ল্যানে ইউজাররা 60 MB 4G/3G/2G ডাটা পাচ্ছেন আর এই ডাটা শেষ হলে ইউজারদের স্ট্যান্ডার্ড রেটে চার্জ দিতে হবে।
এই 21 টাকার প্ল্যানে ইউজাররা আনলিমিটেড 4G/3G ডাতা পাচ্ছেন আর এই প্ল্যানের বৈধতা 1 ঘন্টার। এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য ইউজারদের *444*21# ডায়াল করতে হবে।
Vodafone য়ের এই প্ল্যানে ইউজাররা 450 MB 4G/3G/2G ডাটা পাচ্ছেন আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের করা হয়েছে। 450 MB ডাটা ব্যাবহার করার পড়ে ইউজারদের স্ট্যান্ডার্ড রেট অনুসারে চার্জ দিতে হবে।
49 টাকার এই প্ল্যানে ভোডাফোন ইউজাররা 1GB 4G/3G/2G ডাটা পাবেন আর সঙ্গে 28 দিনের বৈধতা আর ডাতা শেষ হয়ে গেলে স্ট্যান্ডার্দ রেট অনুসারে টাকা দিতে হবে।
ভোডাফোনের ইউজাররা 46 টাকার রিচার্জ করলে 900MB 4G/3G/2G ডাটা পাবেন আর এটি 28 দিনের জন্য বৈধ। আর এই ডাটা লিমিট শেষ হলে ইউজারদের স্ট্যান্ডার্ড রেট অনুসারে চার্জ দিতে হবে।
ভোডাফোনের এই 33 টাকার প্ল্যানে আপনারা 500 MB 4G/3G/2G ডাটা পাবেন আর এটি 1 দিনের জন্য বৈধ।
এই লিস্টে ভোডাফনের পরবর্তী প্ল্যানটি 53 টাকার আর এতে 3GB 4G/3G/2G ডাটা আছে আর এটি 1 দিনের বৈধতা যুক্ত। আর একদিনের জন্য যদি ইন্টারনেট প্ল্যান অ্যাক্টিভেট করতে চান তবে এটি ব্যাবহার করতে পারেন আর এতে 3GB ডাটা অফার করা হচ্ছে।
আজকের এই তালিকার শেষ প্ল্যান এই 92 টাকার প্ল্যানটি আর এতে 7 দিনের জন্য 6GB 4G/3G/2G ডাটা অফার করা হচ্ছে। আর লিমিট শেষ হলে স্ট্যান্ডার্ড টাকা দিতে হবে।