গেমিং স্মার্টফোনের জগতে সাওমি তাদের প্রথম স্মার্টফোন Black Shark স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ডিভাইসটি এখনও ভারতে লঞ্চ করা হয়নি কিন্তু এই স্মার্টফোনের ফিচার্স আর স্পেক্স দেখে মনে হয় যে এই ফোনটিকে সাওমি ভক্তরা ভারতে দেখতে চাইবেন। এই ডিভাইসটি ভারতে লঞ্চ না হলেও আমআরা MWC Shanghai তে এই ফোনটির সঙ্গে কিছু সময় কাটিয়েছিলাম । এই ডিভাইসটি আমাদের কেমন লেগেছে আসুন তাই আজকে আপনাদের জানাই।
ডিজাইন
এই ডিভাইসটিকে দেখে প্রথমে এই ডিজাইন আপনার নজরে আসবে। এই ডিভাইসটি শক্তিশালী আর Rugged ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছার এই ফোনের ডিজাইন অনেকটাই Angular , আর এর ফলে এটি একদম আলাদা আর ইউনিক।
স্পেসিফিকেশান
আপনারা এই ফোনটির স্পেসিফিকেশান একবার দেখেনি। এই ফোনে একটি 5.99 ইঞ্চির FHD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। আর কোম্পানি অনুসারে এই ডিসপ্লেটি প্রায় 97% DPI-P3 কালার গ্যামেট যুক্ত। আর এই ডিভাইসের ডিসপ্লে Razer Phone য়ের মতন 120HZ রিফ্রেশ রেশিও অফার করে না। তবে এর পিক ব্রাইটনেশ 550 নিটস।
স্পেসিফিকেশান
যখন গেমিংয়ের কথা উঠেছে তখন যে কোন স্মার্টফোনের হার্ডওয়্যারের বিষয়ে খেয়াল করা দরকার। আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার পাচ্ছেন আর এই ফোনে অ্যাড্রিনো 630 গ্রাফিক্স আছে। আর এছাড়া এই ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর মধ্যে একটি 6GB র্যাম আর অন্যটি 8GB র্যামের ফোন। আর প্রথম র্যাম ভেরিয়েন্টের স্টোরেজ 64GB আর দ্বিতীয় র্যাম ভেরিয়েন্টের স্টোরেজ 128GB।
অন্যান্য ফিচার্স
আমরা যদি এই ডিভাইসের অন্যান্য ফিচার্সের বিষয়টি দেখি তবে এই ফোনে আপনারা একটি লিকুইড কুলিং ফিচার পাবেন। আর এর মাধ্যমে ফোনের তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি পর্যন্ত কম করা যায়।
বৈশিষ্ট্য
এই ডিভাইসটিতে আপনারা গেমিং য়ের আলাদা অভিজ্ঞতা পাবেন। আর এর জন্য কোম্পানি অনেক কাজ করেছে, আর এই ডিভাইসের ডিজাইনও গেমিংয়ের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এই ফোনে নতুন X-Style অ্যান্টেনা ডিজাইনা ছে। আর এটি এর সব থেকে বড় বৈশিষ্ট্য।
অপ্টিক্স
এই ডিভাইসে আপনারা এক্রি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, এর মানে এই যে এতে আপনারা একটি 12MP র প্রাইমারি আর 20MP র রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। আর এতে ডুয়াল LED ফ্ল্যাশও পাবেন। আর এই ফোনে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।