আপনারা সবাই জানেন যে JioPhone 2 15 আগস্ট থেকে কেনা যাচ্ছে। এই ফোনটির প্রথম সেলে ডিভাইসটি অল্প কিছু সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। শুধু তাই নয় এই ফোনটি এখনও পর্যন্ত মোট 4 বার সেলে এসেছে আর প্রতিবারই এই ফোনটি অল্প সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে। আপনারা এই ডিভাইসটি যদি কিনতে না পেরে থাকেন তবে এই ডিভাইসটি এবার এর পরবর্তী সেল যা আগামী 20 তারখি হবে সেই দিন জিও ডট কম থেকে কিনতে পারবেন। আসুন এই ফোনটির কিছু স্পেশালিটির বিষয়ে আমরা এখানে দেখেনি।
আপনাদের বলে রাখি যে আপনারা যদি এই ফোনটি কিনতে চান তবে এটি অনলাইনে জিও ডট কম থেকে কেনা যাবে। এই ফোনটির পরবর্তী সেল আগামী 20 সেপ্টেম্বর দুপুর 12 টায় জিও ডট কমে হবে। আর এই ফোনটির দাম 2,999 টাকা।
এই ফিচার ফোনে আপনারা একটি ইন্টেলিজেন্ট ডিসপ্লে পাবেন আর এছাড়া এতে আপনারা ফুল কিবোর্ড পাবেন। এই ফোনটি দেখতে অনেকটা পুরনো ব্ল্যাকবেরি ফোনের মতন।
দীর্ঘ প্রতীক্ষার পরে সম্প্রতি জিওফোন 2তে হোয়াটসঅ্যাপ এসেছে। আর সেই বিশেয় আমরা আমাদের আর্টিকেল আর ভিডিওতে আপনাদের ডিটেলে বলেহি। আর শুধু তাই না এর সঙ্গে এই ফোনে ফেসবুক আর ইউটিউবও পাওয়া যাবে। জিওর এই ফোনে আপনারা হোয়াটসঅ্যাপ এই ফোনের জিও স্টোর থেকে পাবেন। এই প্রথম ফিচার ফোনে হোয়াটসঅ্যাপ এল।
আর শুধু তাই না এর সঙ্গে জিওর প্রথম ফোন মানে JioPhone য়েও এই সাপোর্ট খুব তাড়াতাড়ি এসে যাবে।
এই ফোনে আপনারা একটি 2.40 ইঞ্চির 240x320 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে পাবেন। আর এছাড়া এরে 512 MB র্যাম আছে।
এই ফোনটিতে আপনারা 4GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
এই ফোনটিতে একটি 2MP র প্রাইমারি ক্যামেরা আর 0.3 MP র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে KaiOS য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এতে একটি 2,000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
JioPhone 2 য়ের দাম 2,999 টাকা। আর এছাড়া এই ডিভাইসটি কেনার সময়ে তিনটি রিচার্জ প্যাকের মধ্যে থেকে একটি বাছতে হবে আর এই প্ল্যান গুলি হল, 49, 99 আর 153 টাকার প্ল্যান।
আপনাদের বলে রাখি যে 10 সেপ্টেম্বর JioPhone য়ের ইউজার্সদের জন্য JioPhone App Store য়ের ডাউনলোড করা গেছে আর সব JioPHone ইউজার্সরা এই অ্যাপ 20 সেপ্টেম্বর পাবেন। আর এর মানে এই যে JioPhone ইউজার্সদের 20 সেপটেম্বর পর্যন্ত এর জন্য অপেক্ষা করতে হবে।