আপনি যে কোন নেটওয়ার্কই ব্যাবহার করুন না কেন মানে আপনি এয়ারটেল, ভোডাফোন, জিও বা BSNL যে নেটওয়ার্কই ব্যাবহার করুন না কেন আজকে আমরা এখানে আপনাদের সেই সব নেটওয়ার্কের বিষয়েই জানাব। আর এখানে আমরা আপনাদের যে প্ল্যান গুলি জানাব আপনাদের সেই প্ল্যান গুলি পছন্দ হবে বলেই আশা রাখি।
এখানে আমরা যে সব প্ল্যানের কথা জানাব তা ইন্টারনেট পরিষেবা আর কল ফেসিলিটি সব রকমের সুবিধা যুক্ত হবে। মানে এক কথায় আজকে এখানে আমরা আপনাদের একাধিক দারুন সব প্ল্যানের কথা জানাবা। ভারতের বড় সমস্ত টেলিকম কোম্পানির প্ল্যানই এখানে আমরা আপনাদের জানাব।
ভোডাফোনের 279 টাকার প্ল্যান
ভোডাফোনের 279 টাকার প্ল্যানে আপনারা 84 দিনের বৈধতা পাবেন। আর এর সঙ্গে SMS য়ের সুবিধা নেই। আর এই আনলিমিটেড ভয়েস কল 4GB 3G/4G ডাটা অফার করে।
ভোডাফোনের 189 টাকার প্ল্যান
ভোডাফোনের এই 189 টাকার প্ল্যানে আপনারা SMS বেনিফিটের সঙ্গে ভয়েসা আর ডাটা অফারও পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে প্রতিদিন 250 মিনিটের FUP লিমিট পাবেন। আর এতে গ্রাহকরা প্রতি সপ্তাহে 1000 মিনিটের ব্যাবহার করতে পারবেন। আর এই FUP লিমিট শেষ হলে গ্রাহকরা প্রতি সপ্তাহে 100 টি ইউউনিক নাম্বারে আউটগোয়িং কল করতে পারবেন। আর এই প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ।
এয়ারটেলের 159 টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের এই লেটেস্ট প্রিপেড প্ল্যানে আপনারা 1GB ডাটা পাবেন। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড কলিংয়ের সঙ্গে 100টি SMS পাবেন। আর এটি আপনারা 21 দিনের বৈধতার সঙ্গে পাবেন। এই প্ল্যান টি সবে লঞ্চ করা হয়েছে।
এয়ারটেলের 181 টাকার প্ল্যান
এই লেটেস্ট প্ল্যানে আপনারা 42Gb র ডাটা পাবেন আর এর সঙ্গে আপনারা এতে 3GB র ডাটা পাবেন। আর এই প্ল্যানে লেটেস্ট প্রিপেড প্ল্যানের একটি আর এতে আপনারা লোকাল STD আর ন্যাশানাল রোমিং কল পাবেন। আর সঙ্গে আছে 100টি SMS য়ের সুবিধা। আর এটি আপনারা 14 দিনের বৈধতার সঙ্গে পাবেন।
আমরা আপনাদের জানিয়েছি যে এয়ারটেলের লেটেস্ট প্ল্যান বেশি বৈধতার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে কলিং অফারও আছে। আর এখানে আপনাদের প্রতি GB ডাটার জন্য 4.3 টাকা খরচ করতে হবে। মানে এই প্ল্যানটি সব মিলিয়ে একটি দারুন প্ল্যান
BSNL য়ের আগে তাদের একাধিক প্ল্যান লঞ্চ করেছে। আর এর মধ্যে কিছু প্ল্যানে কোম্পানি পোস্টপেড প্ল্যানও এনেছে। আর BSNL একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান এনেছে যা 2.2GB এক্সট্রা ডাটা দেবে। আর এই নতুন প্ল্যানে কোম্পানি ফেস্টিভ সিজেনে এনেছে।
জিওর 198 টাকার প্রিপেড প্ল্যান
রিলায়েন্স জিওর এই 198 টাকার প্রিপেড প্ল্যানে আপনারা 28 দিনের বৈধতা পাবেন।আ র এর সঙ্গে এটি 56GB 4G ডাটা অফার করে। আর এর মানে এই যে আপনারা প্রতিদিন 2GB ডাটা পাবেন। আর গ্রাহকরা প্রতিদিন 100 টি SMS পাবেন কোন FUP আনলিমিটেড ভয়েস কল আছে।
জিওর 799 টাকার প্রিপেড প্ল্যান
আপনারা যদি বেশি ডাটা প্ল্যান ব্যাবহার করেন তবে এই রিলায়েন্স জিওর প্ল্যানটি আপনাদের কাজে লাগবে। আপনারা এই প্ল্যানে এর সঙ্গে ভয়েস কল আর SMS য়ের সুবিধাও পাবেন। আর এই লেটেস্ট প্রিপেড প্ল্যানে আপনারা প্রতিদিন 5GB ডাটা পাবেন আর আপনারা যদি ভাবেন যে এই প্ল্যানে আপআন্রা শুধু ডাটার সুবিধা পাবেন তবে তে ঠিক নয়।
আপনারাএই লেটেস্ট প্ল্যানে কোন FUP লিমিট পাবেন না আর এতে 100টি SMS য়ের সুযোগও আছে। আর এর সঙ্গে আপনারা এই প্ল্যানটি 28 দিনের বৈধতার সঙ্গে পাবেন। আর এই প্ল্যানে আপনারা ডাটা কলিং আর SMS পাবেন। আর এই প্ল্যাএন আপনারা জিওর অ্যাপের অ্যাক্সেসও পাবেন। এতে আপনারা জিও টিভি, জিও সিনেমা জিও মিউজিকের সুবিধা পাবেন।
BSNL ব্রডব্যান্ড প্ল্যান
আমরা যদি 99 টাকার প্ল্যানটির বিষয়ে কথা বলি তবে আপনারা এই প্ল্যানে মোট 45Gb ডাটা পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে ডেলি ডাটা 1.5Gb পাবেন। আর এই প্ল্যাএন্র স্পিড লিমিট শেষ হলে 1Mbps হয়ে যাবে।