বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

দ্বারা Team Digit | আপডেট করা Dec 26 2017
বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

ভারতীয় টেলিকম বাজারে যবে থেকে রিলায়েন্স জিও প্রবেশ করেছে তবে থেকেই তাদের ফ্রি পরিষেবা ও পরবর্তীতে অনেক কম দামে পরিষেবা দেওয়ার ফলে বাকি টেল্কম কোম্পানি গুলিও নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য কোন না কোন ফ্রি বা সস্তার অফার নিয়ে এসেছে। এবার এই বছর শেষ হওয়ার আগে আসুন আমরা এখানে জিও ও অন্যান্য টেলিকম কোম্পানির কিছু অফারের ওপর একবার নজর বুলিয়ে নি। তবে আসুন দেখা যাক এবছর বিভিন্ন টেলিকম কোম্পানি গুলি ঠিক কি ধরনের অফার দিয়েছে তাদের গ্রাহকদের।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

প্রথমেই আমরা দেখেনি এয়ারটেলের একটি প্ল্যানের বিষয়ে। এয়ারটেলের এই প্ল্যানটির দাম 49 টাকা এর এই প্ল্যানটিতে ইউজার্সরা ১ দিনের ভ্যালিডিটির সঙ্গে 1GB 3G/4G ডাটা পাবে। এই প্ল্যানটি আপাতত কিছু বাছাই করা প্রিপেড ইউজার্সদের জন্যই পাওয়া যাচ্ছে। এয়ারটেলের এই 49 টাকা দামের প্ল্যান্টির বিষয়ে জানতে হলে ইউজার্সদের মাই এয়ারটেল অ্যাপে গিয়ে ‘ভিউ বেস্ট অফার্স’ এর ওপর ক্লিক করার পরে ডাটা সেকশানে গিয়ে একজিবিট করতে হবে।

সোর্সঃ 

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার এয়ারটেলের অন্য একটি প্ল্যান দেখে নি। এটিতে 146 টাকা দামের প্ল্যানে এয়ারটেল ৭ দিনের ভ্যালিডিটি দিচ্ছে এর এর সঙ্গে 1GB ডাটাও দিচ্ছে। 

সোর্সঃ

 

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

শুধু এই নয় ১০০ টাকার কম দামে এয়ারটেলের আরও কিছু প্ল্যান আছে আসুন এবার তবে সেরকমের আরও একটি প্ল্যানের বিষয়ে দেখে নেওয়া যাক। এয়ারটেলের এই ১০০ টাকা দামের কম প্ল্যানটির দাম 98 টাকা দামের প্ল্যানে কোম্পানি ২৮ দিনের ভ্যালিডিটির সঙ্গে 1GB ডাটা দিচ্ছে।

সোর্সঃ

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার এই কোম্পানির আরও একটি প্ল্যানের বিষয়ে একবার দেখে নেওয়া যাক। এয়ারটেলের এই অফারের দাম 349 টাকা আর এতে ইউজার্সরা 28 দিনের বৈধতা পাবে। এর সঙ্গে এতে আনলিমিটেড লোকাল আর এস্টিডি কলিং এর সুবিধা পাবে। এই অফারে রোমিঙ্গের সময় ইনকামিং আর আউটগোয়িং কলের সুবিধা ফ্রিতে পাচ্ছে। আর এর সঙ্গে এই অফারে প্রতিদিন 100টি SMSও পাওয়া যাবে। এই অফারে প্রিতিদন 2GB ডাটা পাওয়া যাবে তবে ইউজার্সরা প্রতিদিন নিজেদের দরকার অনুসারে 1GB’র থেকে বেশি ডাটা ব্যবহার করতে পারবে।   

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার আমরা আইডিয়ার কিছু প্ল্যানের বিষয়ে দেখব। এর মধ্যে তাদের কিছু পোস্টপেড প্ল্যানও আছে। তবে আসুন আমরা দেখে নি আইডিয়ার কিছু নতুন পোস্টপেড প্ল্যানের বিষয়ে।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

আইডিয়া মোট 8টি পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে আর এই সমস্ত প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কল, প্রতিদিন 100টি SMS আর আলাদা আলাদা ডাটার সুযোগ অফার করে। কোম্পানি তাদের পুড়নো প্ল্যান রিম্বেন্ড করে নির্ভানা পোস্টপেড প্ল্যান নাম দিয়েছে। এই প্ল্যান গুলি 389 টাকা থেকে শুরু করে আর এর অধিকতম রেঞ্জ 2,999 টাকা।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

389 টাকার প্ল্যানে 10GB হাই স্পিড ডাটা পাওয়া যাচ্ছে, আর সেখানে 499 টাকা আর 694 টাকার প্ল্যানটিতে যথাক্রমে 20GB আর 35GB ডাটা আর সেইভাবে 649 টাকা, 999 টাকা আর 1,299 টাকাতে যথাক্রমে 35GB, 60GB আর 85GB ডাটা পাওয়া যাচ্ছে আর 1,699 টাকা আর 1,999 টাকা আর 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে প্রতি বিলিং সার্কেলে যথাক্রমে 110GB, 135GB আর 220GB ডাটা পাওয়া যাচ্ছে।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

1,299 টাকা আর 2,999 পোস্টপেড প্ল্যানেফ্রিতে ISD ভয়েস মিনিট ও পাওয়া যাচ্ছে আর ওপরে বলা সমস্ত প্ল্যানে ডাটা রোলওভার স্কিমের সঙ্গে পাওয়া যাচ্ছে আর এতে ইউজার্সরা তাদের প্ল্যান ব্যবহার না করা ডাটা 500GB ডাটা অব্দি তাদের পরবর্তী রিচার্জে এন্ড করতে পারবে। নিরবানা পোস্টপেড প্ল্যানে 1,299 টাকা বা তার কম রিচার্জে গ্রাহকরা 200GB অব্দি ডাটা ফরওয়ার্ড করতে পারে আর 1,699 টাকার বেশির রিচার্জে বা ত্র বেশি টাকার রিচার্জে 500GB অব্দি ডাটা অব্দি ক্যারি ফরোয়ার্ড করা যাবে।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এইডিয়া এই সমস্ত প্ল্যানের সঙ্গে ফ্রি মিউজিক, মুভিজ, গেমস আর ম্যাগাজিন সাবস্ক্রাইবও দিচ্ছে। এছাড়া ইউজার্সরা 499 টাকার বা তার বেশি আইডিয়া সিলেক্টেড মেম্বারশিপও পাওয়া যাবে আর এর মাধ্যমে ইউজার্সরা আইডিয়া স্টোর আর কল স্টোরে প্রায়োরিটি অ্যাক্সেসে পাবে মাই আইডিয়া অ্যাপে স্পেশাল ডিল আর প্রোমোশনও পাওয়া যাচ্ছে।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার আমরা দেখে নেব জিওর কিছু প্ল্যান। জিওর এই প্ল্যানের দাম 799 টাকা রাখা হয়েছে এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর এসটিডি কলের সুবিধা পায়। আর এতে মোট 84GB 4G ডাটা পাওয়া যায়। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড এসএমএসও করতে পারে আর এতে ইউজার্সরা জিও অ্যাপের আনলিমিটেড অ্যাক্সেসও পায়।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার আমরা দেখব জিওর সেই প্ল্যানটির কথা যা বলা যায় জিওর অন্যতম সস্তা প্ল্যান। এই প্ল্যানটির দাম 19 টাকা আর এটি ১ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে জিও তার গ্রাহকদের আনলিমিটেড লোকাল আর এসটিডি কল, ফ্রি রোমিং কল আর 20টি এসএমএসের সুবিধা দিচ্ছে। এই প্ল্যানটিতে 0.15GB ডাটা পাওয়া যাচ্ছে।

সোর্সঃ

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার জিওর যে প্ল্যানটির কথা বলব সেই প্ল্যানে জিও তার গ্রাহকদের 52 টাকায় এই প্ল্যানে জিও তার গ্রাহকদের আনলিমিটেড লোকাল আর এসটিডি কল, ফ্রি রোমিং কল আর 70টি এসএমএসের সুবিধা দিচ্ছে। এই প্ল্যানে গ্রাহকরা 1.05GB’র ডাটা পাচ্ছে। এই প্ল্যানটি ৭০ দিনের জন্য বৈধ।

সোর্সঃ

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

জিওর এই প্ল্যানটীর দাম 509টাকা জিওর এই প্ল্যানে কোম্পানির গ্রাহকরা 49 দিনের ভ্যালিডিটির সঙ্গে জিও তার গ্রাহকদের আনলিমিটেড লোকাল আর এসটিডি কল, ফ্রি রোমিং কল আর আনলিমিটেড এসএমএসের সুবিধা পাচ্ছে। আর এই প্ল্যান মোট 98GB’র ডাটা পাওয়া যাচ্ছে।

সোর্সঃ 

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

জিওর এই প্ল্যানের পরে আমরা আরও একবার আইডিয়ার কিছু প্ল্যান দেখে নি। আইডিয়া সেলুলার তাদের নতুন ফিচার লঞ্চ করেছে যা “ভ্যালিডিটি অ্যাকুমেলেশান” নামে পরিচিত। এই ফিচারে ইউজার্সরা দীর্ঘ সময় ধরে রিচার্জ অ্যাক্টিভেট করতে পারবে আর এই রিচার্জটি আগের রিচার্জের বৈধতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। 

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এখনও অব্দি রিলায়েন্স জিও ইউজার্সদের প্রথম ‘মাই ভাউচার’ ফিচার দিয়েছিল যাতে ইউজার্সরা নিজেদের প্ল্যান শেষ হওয়ার আগেই নিজেদের প্ল্যান রিচার্জ করতে পারত। এই লেটেস্ট ফিচারটি আইডিয়ার 398 টাকার প্ল্যান লঞ্চ হওয়ার কয়েক দিনের মধ্যে এসেছে। এই প্ল্যানে ইউজার্সরা 1GB ডাটা, প্রতিদিন 100টি SMS আর ফ্রি রোমিং কল পাওয়া যাচ্ছে এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

ভ্যালিডিটি অ্যাকুমেলেশান ফিচারের মাধ্যমে আইডিয়া ইউজার্সরা এবার দীর্ঘ সময়ের জন্য এক সময় রিচার্জ করতে পারবে যা তাদের আগের প্যাক শেষ হওয়ার পরে অ্যাক্টিভেট হয়ে যাবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে ইউজার্সরা 398 টাকার প্ল্যান দুবার রিচার্জ করে তবে তারা 140 দিন অব্দি এর লাভ নিতে পারবে। আর ইউজার্সরা যদি এই প্ল্যানটি তিনবার রিচার্জ করেন তবে তারা  210 দিনের জন্য এই প্ল্যানের সুবিধা পাবে। এটি খেয়াল রাখতে হবে যে যদি কোম্পানি আপনার ট্যারিফ প্ল্যানটি আপডেট করে বা বদলে দেয় তাহলেও ইউজার্সরা এই সব বেনিফিট পাবে।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এখনও অব্দি আইডিয়া এটি জানিয়ায়নি যে ইউজার্সরা মোট কত বার এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এখনও অব্দি এও জানা যায়নি যে এই ফিচারটি আইডিয়ার সমস্ত বর্তমান প্ল্যানেই পাওয়া যাবে নাকি কিছু বিশেষ প্ল্যানের জন্য পাওয়া যাবে। একবার কজন রিচার্জ করলে কোম্পানি কোন স্পেশাল অফার দিচ্ছেনা।

সোর্সঃ 

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এবার আমরা দেখব ভোডাফোনের কিছু প্ল্যান। ভোডাফোন তাদের নতুন একটি প্ল্যান নিয়ে এল যার নাম দেওয়া হয়েছে ‘ভোডাফোন সুপার প্ল্যান’ এই প্ল্যানটির দাম 179 টাকা আর এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ।এই প্ল্যানটি ভোডাফোন তাদের প্রিপেড ইউজার্সদের জন্য নিয়ে এসেছে। তবে এই প্ল্যানটি ভোডাফোনের আসাম আর উত্তর-পূরব ভারতের ইউজার্সরা পাবে। এই প্ল্যানে ইউজার্সরা যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কল লোকাল আর এসটিডির সুযোগ পাবে আর এর সঙ্গে থাকবে প্রতিদিন 1 GB 4G/3G/2G ডাটা পাবে। আর আনলিমিটেড রোমিং ইনকামিং আর আউটগোয়িং কলের সুবিধাও পাওয়া যাচ্ছে।এই প্ল্যানে অবশ্য ফ্রি এসএমএস নেই তবে হ্যাঁ এই প্ল্যানে এসএমএস 25 পয়সা প্রতি এসএমএস হিসাবে পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিনের।

বছর শেষ হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক যে কোন টেলিকম কোম্পানি এবার কোন কোন অফার নিয়ে হাজির হয়েছে

এই দামের আরও একটি প্ল্যান এনেছে ভোডাফোন যে প্ল্যানটি ঝারখন্ড আর বিহারের জন্য বৈধ। এই প্ল্যানটির মূল্য 179 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড 2G ডাটা, ফ্রি ন্যাশানাল রোমিং আর আনলিমিটেড লোকাল আর এসটিডি কল ফ্রি তে পাওয়া যাচ্ছে। এই রিচার্জটি ২৮ দিনের জন্য বৈধ। এই প্ল্যানটি যে কোন রিটেল আউটলেট বা মাই ভোডাফোণ অ্যাপের মাধ্যমে রিচার্জ করা সম্ভব। আর এই রিচার্জে আপনি একদিন শুধু ২৫০ মিনিট আর এক সপ্তাহে ১,০০০ মিনিট ব্যবহার করতে পারবেন আর এই লিমিট শেষ হওয়ার পরে 30p প্রতিমিনিট হিসাবে কল করা যাবে। এই রিচার্জটির বৈধতা থাকা কালীন গ্রাহকরা অধিকতম  ৩০০টি আলাদাআ আলাদা নম্বরে কল করতে পারবেন। আর এই লিমিট শেষ হলে কল রেট প্রতিমিনিট হিসাবে হবে।