এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

দ্বারা Aparajita Maitra | আপডেট করা May 17 2018
এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

এই সময়ে বাজারে অনেক স্মারফন পাওয়া যায়। আর এই স্মার্টফোন গুলি সত্যি সত্যি অসাধারন আর এচাহ্রা এমন কিছু স্মার্টফোনও আছে যা অসাধারন কিছু ছবি তোলে। আর এই স্মার্টফোন গুলির ক্যামেরাও হয় বেশ ভাল আর এই জন্যই এই সব স্মার্টফোন বেস ভাল ছবি তোলে। আর আজকে আমারা আপনাদের এরকমই কিছু স্মার্টফোনের বিশেয় বলব যে গুলি অল্প আলোতে অসাধারন সব ছবি তোলে। তবে এই ফোন গুলির বিষয়ে কথা বলার আগে প্রথমেই এটা আপনাদের জানিয়ে রাখি আমাদের স্মার্টফোন থেকেই অল্প আলতে ছবি তোলা এক্তু মুস্কিলের। আর এর কারন এই যে স্মার্টফোন গুলির স্পেক্স নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। এদের লাভা সেন্সার অনেক ছোট হয় আর এই স্মার্টফোন গুলির লেন্সও ছোট হয়। তবে এখন যে স্মার্টফোন গুলি লঞ্চ হয় সেগুলিতে এখন এর উল্টোতাই বেশি দেখা যায়। আজকালকার স্মার্টফোনে AI ক্ষমতা ছাড়া লেন্সে বেশি ভাল হয়। আর এছারা অ্যাপার্চারেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এখনকার স্মার্টফোনের ক্যামেরা অনেক কিছু ভেবে বানানো হয়। আসুন তবে এবার আমরা সেই স্মার্টফোন গুলি দেখেনি যা অল্প আলোতেও ভাল ছবি তোলে। আর এগুলি সব রকম বাজেটে ফিট হয় যায়।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

১০,০০০টাকা দামের মধ্যের স্মার্টফোন

Xiaomi Redmi 5

এই সাওমির স্মার্টফোনটিতে একটি 5.7ইচনির HD+ রেজিলিউশানের ডিসপ্লে আছে। আর এছাড়া এটি 1440x720পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই স্মার্টফোনটিতে আপনারা 18:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন

 আর এর সঙ্গে এই স্মার্টফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার পাবেন আর সঙ্গে আছে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ। আর এছাড়া এই স্মার্টফোনটি আরও একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, সেটি হল 4GB র‍্যাম আর 32GBর স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটিতে আপ্ন্রা একটি 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 5মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা পাবেন। এই দুটি ক্যামেরার মাধ্যমেই আপনারা 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে একটি 3300mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

১০,০০০ টাকা থেকে ১৫,০০০টাকা দামের মধ্যে স্মার্টফোন

Xiaomi Redmi Note 5 Pro

এই স্মার্টফোনটিতে একটি 20মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দয়ে হ্যেহচে। আর যা সেলফির সগে LED লাইটও আছে। আর এই ফোনটিতে পোট্রট সেলফি নেওয়া যায় আর যা বোখে এফেক্ট যুক্ত। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে যা 12মেগাপিক্সাল আর 5মেগাপিক্সালের।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

১৫,০০০টাকা থেকে ২০,০০০টাকা দামের মধ্যে স্মার্টফোন

Nokia6 (2018)

এই নোকিয়া স্মার্টফোনটির বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক। এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটিতে 6000সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে। আর এই জন্য এই ফোনটি বেশ ডিউরেবেল হয়েছে।

এই ফোনে এক্রতি 16 মেগাপিক্সালের ক্যামেরা ডুয়াল টীন LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে, আর এছাড়া এতে একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে। আর এই ফোনের ব্যাটারি 300mAh য়ের।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

২০,০০০টাকা থেকে ২৫,০০০টাকার মধ্যে স্মার্টফোন

Nokia 7 Plus

এবার আমরা যদি Nokia 7 plus স্মার্টফোনটিকে দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোনটিতে 6ইঞ্চির একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটিও 6000সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। আর এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে স্ন্যাপড্র্যাগন 660চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরায় কার্ল জাইসের লেন্স দেওয়া হয়েছে। আর এটি নোকিয়ার তরফে দুদিনের ব্যাতারি লাইফ দাবি করে। ফোনটি ব্ল্যাক কপার আর হোয়াইট কপার রঙ্গে লঞ্চ করা হয়েছে।

Nokia 7 Plus স্মার্টফোনটিতে আপনারা একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। এর মধ্যে একটি 13মেগাপিক্সালের আর অন্যটু 12মগেয়াপিক্সালের। আর এই ক্যামেরাটি 2X অপ্টিকাল জুম অফার করে। আর এই ফোনে একটি 3800mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

২৫,০০০টাকা থেকে ৩০,০০০টাকা দামের স্মার্টফোন

Honor View 10

এই ফোনটির বিষয়ে আমরা যদি দেখি তবে দেখা যাবে যে এতে 5.9ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হ্যেধে। আর এই ডিহাইসটির ওপরে আর নিচের বেজেল খুব কম। এই ফোনটি 2017সালের হনারের অন্য ফোনের সঙ্গে অনেক সাযুজ্য দেখা যায়।

এই ডিভাইসটিতে কিরিন 970 চিপসেট দেওয়া হয়েছে । আর এই ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটি EMUI 5 য়ে চলে। আর এই ফোনটির ব্যাটারি 3,750mAh। আর এই ফোনটিতে 16MP+20MP’র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৩০,০০০টাকা থেকে ৩৫,০০০টাকা দামের মধ্যে স্মার্টফোন

Xiaomi Mi Mix2

এই স্মার্টফোনটিতে 5.99ইঞ্চির ফুল এইচডি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835, 6GB র‍্যাম, আর 128GB’র স্টোরেজ দেওয়া হয়েছে।

এই মি মিক্স ফোনটিতে 12মেগাপিক্সলের সিঙ্গেল ক্যামের সেটআপ দেওয়া হয়েছে আর যা সোনির IMX386 সেন্সার যুক্ত আর এই ফোনে রেয়ার ক্যামেরার সেন্সার 1.25 মাইক্রন পিক্সাল আর এটি ডুয়ায়ল টীন এলইডি ফ্লাস যুক্ত। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি 5মেগাপিক্সালের।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৩৫,০০০টাকা থেকে ৪০,০০০টাকা দামের স্মার্টফোন

OnePlus 5T

OnePlues 5T স্মার্টফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত 6ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে।, আর এই ডিভাসিইসটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়- 6Gb/64GB আর 8GB/128GB।

এই ওয়ানপ্লাসের ফোনটি 16MP+20MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত আর এই দুটিতে f/1.7 অ্যাপার্চার আর 27.22mm ফোকাল লেন্থ আছে। এই ফোনে f/2.0 অ্যাপার্চার আছে। আর ফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।এই ফোনের ব্যাটারি 3300mAh। আর এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক আছে। আর ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 আছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৪০,০০০ টাকা থেকে ৪৫,০০০টাকা দামের স্মার্টফোন’

iPhone7

এই আইফোনটিতে আপনারা অসাধারন সব ছবি তুলতে পারবেন আর এর ক্যামেরাও বেশ ভাল আর এই ফোনের ক্যামেরায় কম আলোতেঅসাধারন সব ছবি তোলা যায়।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৪৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার স্মার্টফোন

Google Pixel 2

Pixel 2 আর Pixel 2 Xl দুটি স্মার্টফোনই স্ন্যাপড্র্যাগন 835 চিপসেটে কাজ করে। আর এই দুতি ফোনে ডুয়াল পিক্সাল সেন্সারের সঙ্গে 12.2MPর রেয়ার ক্যামেরা আছে। আর গুগল এতে POLED ডিস্প্লের অপশান বেছেছে।

গুগল ভারতে নিজেদের ডেড্রিম ভিউ হেডসেটের আপডেট ভার্সানের কথা বলেছে। কোম্পানির এই VR হেডসেটটি নতুন ভার্সানে ওয়াইট ভিউ ফিল্ড আর ইমেজ কোয়ালিটীর সঙ্গে হাই পার্ফর্মিং লেন্স দেওয়া হয়েছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৫০,০০০ টাকা থেকে ৫৫,০০০টাকা দামের স্মার্টফোন

Sony Xperia XZ Premium

Sony Xperia XZ Premium স্মার্টফোনটিতে 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা সুপার স্লো মোশানে ভিডিও রেকর্ড করতে পারে। আর এই ডিভাইসে 5.5ইঞ্চির 4K HDR Triluminons ডিসপ্লে দেওয়া হয়েছে।

আর এছার এই গোরিলা হগ্লাস 5 যুক্ত ডিভাইসের প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3230mAh।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৫৫,০০০ টাকা থেকে ৬০,০০০টাকা দামের স্মার্টফোন

iPhone 8

এই iPhone 8 স্মার্টফোনটিকে একটি ভাল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসের মাধ্যমে আপনারা বেস ভাল ছবি তুলতে পারবেন। আর এই ডিভাইসে তোলা ছবি সবারই খুব পছন্দ হয়েছে।

১৩। ৬০,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা দামের স্মার্টফোন

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৬০,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা দামের স্মার্টফোন

Huawei P 20 Pro

এই হুইয়াওয়ের স্মার্টফোনটিতে ট্রিপেল ক্যামেরা 40MP RGB 1/1.7 ইঞ্চির সেন্সার,20MPর মনোক্রোম সেন্সার আর 8MP’র টেলিফট লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্টে 24.8MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটু 3D পোট্রেড ছবি তুলতে পারে। এই ডিভাইসে 360 ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে 4000mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৬৫,০০০ টাকা থেকে ৭০,০০০টাকা দামের স্মার্টফোন

Samsung galaxy S9 Plsu

এই স্যামসং গ্যালাক্সি স্মার্টফোনে সাম্নের দিকে 8MP’র ক্যামেয়া আছে আর এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.2ইঞ্চির।

Samsung Galaxy S9

একই সঙ্গে স্যামসং এই স্মার্টফোনটিও লঞ্চ করেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সিঙ্গেল আর এটি 5.8ইঞ্চির ডিসপ্লে যুক্ত।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৭০,০০০ টাকা থেকে ৭৫,০০০টাকা দামের স্মার্টফোন

iPhone 8 Plus

iPhone 8 Plus স্মার্টফোনটিতে 7 Plus ফোনটির  ডুয়াল ক্যামেরায় কিছু পরিবর্তন করা হয়েছে। আর এই ডিভাইসটির ক্যামেরা বেশ ভাল। এই ফোনে বেশ ভাল কিছু ছবি তোলা যায়।

এগুলি হল সেই স্মার্টফোন যা লো লাইটেও অসাধারন ছবি তোলে

৭৫,০০০টাকা দামের স্মার্টফোন

iPhone X

এই ফোনটি কোম্পানির একদম লেটেস্ট ফোন। আর এই ফোনটি অসাধারন সেলফি তুলতে পারে। আর এই ডিভাইসে পোট্রেট মোডের সঙ্গে আরও কিছু অপশান দেওয়া হয়েছে। এই ফোনের তোলা ছবি দেখে তা যথেষ্ট প্রফেসানাল বলে মনে হয়।