আমরা অনেকেই অনেক সময়ে বেশি র্যামের শক্তিশালি ফোন খুজে থাকি। আর আপনারা যদি 8GB র্যামের ফোনের খজ করেন তবে আজকে এই রকমের বেশ কিছু ফোনের বিষয়ে আমরা আপনাদের এখানে বলব।
এই সময়ে বেশ কিছু স্মার্টফোন আছে যা 8GB র্যামের সঙ্গে এসেছে আর এই ফোন আপনারা অনেকেই কিনতে চান। আর অনেকেই চান যে বেশি র্যামের ফোন কারন তাতে আপনাদের সুবিধা হয়। আর এর মধ্যে স্যামসাং, হুয়াওয়ে, ভিভো ওপ্পো আর ওয়ানপ্লাসের মতন বেশ কিছু কোম্পানি আছে যারা এই ধরনের ফোন নিয়ে এসেছে। আর এর মধ্যে কিছু ফোন আছে যা 2018 সালে লঞ্চ হয়েছে। আর আসুন আমরা এই সব ফোন গুলি দেখে নি।
Huawei P30 Pro ফোনটি ভারতে 71,990 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসটি 8GB র্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে এসেছে। Huawei P30 Pro ফোনটিতে আপনারা 6.47 ইঞ্চির ফুল HD+ (1080x2340 p) OLED ডিসপ্লে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে এসেছে। আর এই ফোনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হেয়ছে। আর Huawei P30 Pro ফোনে আপনারা একটি 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আর মালি G76 GPU আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.1য়ে চলে।
Samsung Galaxy S10+ ফোনটিতে Exynos 9820 অক্টা কোর প্রসেসার 8GB র্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 512 GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপে 12+16+12MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে ফ্রন্টে ডুয়াল ক্যামেরাতে 10MP+8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy S10 ফোনে আপনারা AMOLED ডিসপ্লে পাবেন। কোম্পানি এতে ইনফিনিটি O ডিসপ্লে দিয়েছে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে ডিসপ্লে তৈরি করেছে। আর এর সঙ্গে এর বৈশিষ্ট্য এটি বিশ্বের প্রথম ফোন যা ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। আর এই স্মার্টফোনে আপনারা 8GB র্যাম পাবেন।
Realme 2 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনটি ওপ্পোর কালার OS য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 81. যুক্ত। আর এই ফোনে একটি 3,500mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 6.3 ইঞ্চির ফুল HD+ IPS LCD স্ক্রিন যুক্ত আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আপনারা 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন আর এর দাম 15,990 টাকা।
Vivo Nex ফোনটির ফিচার্সে এতে 8GB র্যাম আছে আর এই ডিভাইসে দারুন ইন্টারনাল স্টোরেজ আছে আর এর সঙ্গে এতে ক্যাপাসিটি ভাল আর এর ক্যামেরা দারুন। এই ফোনে একটি 6.59 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা 1080x2316 পিক্সাল রেজিলিউশান পাবেন।
Oppo R17 Pro ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর প্রসেসার আছে। আর ইউজাররা এই ডিভাইসে 8GB র্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা একটি 3700mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি সুপার VOOV টেকনলজির সঙ্গে এসেছে। Oppo R17 Pro ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর Oppo R17 Pro ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে পাবেন আর এতে ওয়াটারড্রপ নচ আছে। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.5% য়ের। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হচ্ছে।
Oppo Find X 8GB/256GB স্টোরেজের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনটি সম্পূর্ণ ভাবে বেজেল লেস আর এতে আপনারা স্ক্রিন টু বডি রেশিও 91.8% য়ের পাবেন। Oppo Find X ফোনে আপনারা 16MP+20MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর সেখানে এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 25MP র AI ক্যামেরা পাবেন।
Asus তাদের এই স্মার্টফোন ROG গেমিং UI নির্ভর অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এই ফোনে 6 ইঞ্চির ফুল HD+ (1080x2160 pixels) AMOLED ডিসপ্লে দএয়া হেয়ছে। আর এর অ্যাস্পেক্ট রেশিও 90Hz । আর এই ফোনে আপনারা 8GB র্যাম পাবেন আর সঙ্গে আছে 128GB স্টোরেজ। আর এই ফোনের স্পিড আর মাল্টিটাস্কিংয়ের জন্য 2.96GHz Qualcomm Snapdragon 845 SoC প্রসেসার আছে। আফ্র এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর ফোনে একটি 4000,mAh য়ের ব্যাটারি আছে।
Oppo R17 ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 2340x1080 পিক্সাল। আর এই ফোনের পার্ফর্মেন্সের বিষয়ে যদি বলি তবে এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 অক্টা কোড় প্রসেসের আছে আর এই ফোনটি ভারতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 610 আর 8GB র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
OnePlus 6T ফোনে আপনারা 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED 19:5:9 অ্যাসপেক্ট রেশিও পাবেন। আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনে আপনারা পিক্সাল ডেনসিটিতে 402 PPI পাবেন। আর এই ফোনে স্ক্রিনের নতুন কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC পাবেন আর এর ক্লক স্পিড 2.8GHz।