এই সময়ে বাজারে একাধিক স্মার্টফোন আছে। আর আমরা সেই সব স্মার্টফোন থেকে নিজেদের পছন্দের স্মার্টফোন বেছে নি। আর অনেক সময়েই আমরা স্মার্টফোনের র্যামের বিষয়ে সমস্যায় পরি। আমরা আসলে এখন একটি স্মার্টফোন কেনার আগে আগের থেকে অনেক বেশি রিসার্চ করেই ফোন কিনি। আর আমরা অনেক সময়ে নির্দিষ্ট কিছু র্যামের ফোন খুঁজে থাকি। আর আজকে আমরা আপনাদের এর আগের চাহিদা অনুসারে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যে গুলি 4GB, 3GB বা 6GB র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Redmi Note 7 ফোনটি ভারতে লঞ্চ হবে এটি চিনে লঞ্চ হয়ে গেছে আর এই ফোনটিতে আপনারা গ্লাস ব্যাক, ওয়াটার ড্রঅপ নচ আর ফ্রন্ট আর রেয়ার প্যানেলে 2.5 D গ্লাস পাবেন। আর এই ফোনের 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হেয়ছে আর যা 2340x1080 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। এই ফোনে আপনারা 4GB র্যাম তো পাবেনই আর এর সঙ্গে মনে করিয়ে দি যে এটি বিশ্বের প্রথম ফোন যা বাজেট রেঞ্জে 48MP র ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে।
এটি একটি 6.26 ইঞ্চির ডিসপ্লে যুক্ত স্মার্টফোন এই ফোনটির রেজিলিউশান 1080x2340 পিক্সাল। আর এই ফোনটিএ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন 4GB/64GB আর 6GB/64GB আর এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 13,999টাকা।
Relame 2 Pro ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ্ন 660AIE প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা এই ফোনটি 6GB র্যামের সঙ্গেও পাবেন আর এই ফোনে একটি 3500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 16+2মেগাপিক্সলের রেয়ার ক্যামেরা সঙ্গে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা যুক্ত।
5.6 ইঞ্চির HD+ 1480x720 পিক্সাল রেজিলিউশানের এই ফোনে আপনারা সুপার AMOLED ডিপ্লে পাবেন। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়।, 3GB/32Gb আর 4GB/64GB। আর এই ফোনে আপনারা একটি 3000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি Exynos 7870 চিপসেট যুক্ত।
5.7 ইঞ্চির ফুল HD সুপার AMOLED 2.5D কার্ভড ডিসপ্লে যুক্ত এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 4 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনের স্টোরেজ কে আপনারা 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।
কর্নিং গোরিলা গ্লাস যুক্ত এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 দেওয়া হেয়ছে আর এই ফোনে আপনারা 4GB র্যাম পাবেন। আর এই ফোনটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোন। আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
Honor য়ের এর এই দারুন ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনটি নচ ডিসপ্লে যুক্ত। এই ফোনের প্রাথমিক দাম ভারতে 14,999 টাকা। আর এই ফোনটিতে আপনারা ৩এক্তি 6.5 ইঞ্চির 2340x1080 পিক্সাল রেজিলিউশান পাবেন। আর এই ফোনটিতে কিরিন 710 অক্টা কোর প্রসেসার আছে।
এই ফোনটির প্রাথমিক দাম 12,999টাকা। আর এই ফোনটিতে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় 3GB/32Gb, 4GB/64GB আর 6GB/64GB ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনে আপনারা 12+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 13MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
Huaweiর এই ফোনটি 15,990 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটিউতে 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে আর 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি 3D কার্ভড ডিজাইনের।
এই নোকিয়া ফোনটি প্রথম এমন ডিভাইস যা iPhone X য়ের মতন নচের সঙ্গে এসেছিল। আর এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আপবেন। আর এই ফোনে 6GB র্যাম আছে। আর এই ফোনটিতে আপনারা 19:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন।
এই ফোনটি লঞ্চ হওয়তা সেরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটি। এই ফোনে 5.99 ইঞ্চির একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর 2.5D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত, ফোনের স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।