20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

আপনারা যদি একটি নতুন স্মার্টফোন নিতে চান আর আপনাদের বাজেট হয় 20,000 টাকা, তবে আপনাদের এই তালিকাটি অবশ্যই কাজে লাগেব। আর এই তালিকায় আমরা আপনাদের আজকে 20,000 টাকা দামের কিছু সেরা স্মার্টফোনের বিষয়ে বলব। আর এই ফোনের মধ্যে অনেক ফোনেই দারুন ক্যামেরা আছে। আর এই দামে এই ফোন গুলি দারুন সব স্পেক্স অফার করে। তবে আসুন আমরা 20,000 টাকা দামের মধ্যে দারুন এই ফোন গুলি একবার দেখে নি।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Xiaomi Redmni Note 5 Pro

আপনারা এই Xiaomi Redmi Note 5 Pro ফোনটি এই তালিকার প্রথমেই পাবেন। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যাম আর 64Gb স্টোরেজ পাবেন। আর এই ফোনের দাম 16,999 টাকা। আর এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 14,999 টাকা।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Asus Zenfone Max Pro M1

Asus Zenfone Max Pro M1 ফোনটিতে আপনারা একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এতে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Realme 1

এই স্মার্টফোনটিতে সিকিউরিটি ফিচারে ফেস আনলক দেওয়া হয়েছে। আর এটি একটি 6ইঞ্চির FHD+ ডিসপ্লের ফোন। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর Color OS 5.0 তে কাজ করে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Huawei Honor Play

Honor Play ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1080x2340 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ডিভাইসের ডিসপ্লেতে নচ আছে যা ক্যামের, ইয়ারপিস আর সেন্সার যুক্ত।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Xiaomi Redmi Y2

Redmi Y2 ফোনটি একটি 5.99 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে 720X1440 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট আছে আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর MIUI 9 য়ে কাজ করে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Xiaomi Mi A2

এই সাওমি ফোনটিতে 5.99 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 660 আছে আর এর র‍্যাম 4Gb আর এটির স্টোরেজ 64GB।

আর এই ডিভাইসে আপনারা একটি 12মেগাপিক্সলাএর আর 20 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 20 মেগাপিক্সালের ক্যামেরা আছে আর এতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Honor 9N

Honor 9N ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্তে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভেরিয়েন্ট গুলি হল 4GB/64GB যার দাম 13,999 টাকা। 4GB/128Gb ভেরিয়েন্ট আর 3GB/32GB। আর এই দুটি ফোনের দাম যথাক্রমে 17,999 টাকা আর 11,999 টাকা।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Oppo A3s

Oppo A3s ফোনটিতে একটি 6.2 ইঞ্চির HD+ সুপার স্ক্রিন ডিসপ্লে আছে আর টপে নচ আছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টাকোর চিপসেট আছে আর এর র‍্যাম 2Gb আর স্টোরেজ 16GB।আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256Gb পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Samsung Galaxy J7 Max

Samsung Galaxy J7 Max ফোনে একটি 5.7 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের স্ক্রিন রেজিলিউশান 1920x1080p। আর এই ফোনের র‍্যাম 4GB আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB।

আর এইউ ফোনে একটি 3300mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে ফ্রন্ট আর ব্যাকে 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Xiaomi Redmi Note 5

Xiaomi Redmi Note 5 ফোনটিতে একটি 5.99 ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 3GB/32Gb আর 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এর ব্যাটারি 4000mAh য়ের।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Samsung Galaxy J6

Samsung Galaxy J6 স্মার্টফোনটিতে একটি 5.6 ইঞ্চির HD+ 1480x720 পিক্সালের সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে এক্সিয়ন্স 7870 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনের র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট দুটি 3GB/32Gb আর 4GB/64GB।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Samsung Galaxy J7 Pro

Samsung Galaxy J7 Pro ফোনটিতে একটি 5.5 ইঞ্চির ফুল সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের ডিসপ্লের রেজিলিউশান 1080x1920 পিক্সাল।

আর এই ফোনে আপনারা 13MP র রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে 13MP ক্যাএম্রা পাবেন। আর এর ব্যাটারি 3600mAh য়ের।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Huawei P20 Lite

Huawei P20 Lite ফোনটিতে একটি 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 5.84 ইঞ্চির 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে এতে একটি 24MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে।

20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোনের সন্ধান

Samsung Galaxy On8

Samsung Galaxy On8 ফোনটিতে একটি 6ইঞ্চির HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256Gb পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। এর ব্যাটারি 3,500mAh য়ের।