2019 সালের 10,000 টাকার কিছু ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Jun 03 2019
2019 সালের 10,000 টাকার কিছু ফোন

আপনারা যদি এমন একটি ফোন কিনতে চান যা আপনার বাজেটে আসবে তবে দারুন এই সব ফোন গুলি দেখতে পাবেন। আর আজকে আমরা আপনাদের এই ফোনের তালিকায় এমন কিছু ফোনের বিষয়ে বলব যা 10,000 টাকা দামের মধ্যে এসেছে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে এই ফোনগুলি এই সময়ের লেটেস্ট ফোন। আর এই ফোন গুলির এর মধ্যেই লঞ্চ করা হয়েছে। আর আসুন আর দেরি না করে এই ফোন গুলির বিষয়ে দেখে নেওয়া যাক।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

INFINIX SMART 3 PLUS

সম্প্রতি লঞ্চ হওয় এই ফোনটিতে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন আর এই ফোনটির এটিই সব থেকে বড় বৈশিষ্ট্য। আর এই ফোনে আপনারা 6.21 ইঞ্চির বড় ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি 3,500mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনটি ফেস আনলক আর Helio A22 processor য়ের সঙ্গে আসবে। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ আছে।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

XIAOMI REDMI Y3

Redmi র এই লেটেস্ট ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছে। এই Y3 ফোনে আপনারা 6.26 ইঞ্চির ডট নচ পাবেন আর এটি HD+ IPS LCD  ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া আছে। আর এই ফোনটিতে আপনারা এলিগেন্ট ব্লু, বোল্ডার রেড আর প্রাইম ব্ল্যাক কালার অপশানে পাবেন। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে 12+2 মেগাপিক্সালের AI ডুয়াল ক্যামেরা পাবেন।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

OPPO A5s

এটি একটি বাজেট ফোন হিসাবে লঞ্চ হয়েছে এই ফোনটির দাম 9,990 টাকা। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে আপনারা 3GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা Colour OS 8.1 পাবেন আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর। আর এই ফোনে আপনারা 4,230mAh য়ের ব্যাটারি পাবেন।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

SAMSUNG GALAXY M10

এই গ্যালাক্সি M সিরিজের ফোন M10 য়ে আপনারা টপে একটি ওয়াটার ড্রপ নচ পাবেন। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনটি ভারতে 7,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনটিতে আপনারা এক্সিয়ন্স 7870 অক্টা কোর প্রসেসার পাবেন।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

SAMSUNG GALAXY A10

এই স্মার্টফোনটির দাম 8,490 টাকা আর এই ফোনটিতে রেড ব্লু আর ব্ল্যাক কালার আছে। আর এই ফোনটিতে আপনারা 6.2 ইঞ্চির HD+ (720x1520p) ইনফিনিটি V ডিসপ্লে পাবেন। আর এই ফোনটিতে অক্টা কোড় Exynos 7884 SoC আছে আর এটি 2GB র‍্যাম আছে। আর এই ফোনে আপনারা 3,400mAh য়ের ব্যাটারি আছে।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

XIAOMI REDMI GO

এই ফোনটিতে আপনারা প্রায় 12টি ভাষার সাপোর্ট পাবেন। এই ফোনটিতে আপনারা একটি 5ইঞ্চির LCD ডিসপ্লে আছে। আর এছাড়া এই ফোনে আপনারা একটি 1GB র‍্যাম পাবেন। আর এই ফোনের স্টোরেজ 8GB। আর এই ফোনটিতে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন এর দাম 4,499 টাকা। আর এই ফোনে গুগল অ্যাসিস্টেন্সও আছে।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

COOLPAD COOL3

Cool 3 ফোনটিতে আপনারা একটি বড় বৈশিষ্ট্য পাবেন এর নচ ডিসপ্লে আর একটি এন্ট্রি লেভেল ফোন হিসাবে ডুয়াল রেয়ার‍্য ক্যামেরা সেটআপ যুক্ত। আর এই ফোনটিতে ডুয়াল কালার গ্লাস ব্যাক আছে আর ফি ফোনে আপনারা সাইডে রঙ্গয়ের নতুন প্যাটার্ন দেখতে পারবেন।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

REALME C2

এই ফোনটিতে আপনারা ডায়মন্ড স্মাজ ফ্রি ডিজাইন পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা ডায়মন্দ ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক কালার পাবেন। আর এই ফোনটির প্রাথমিক দাম 5,999 টাকা। আর এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে একটি HD+ রেজিলিউশানের স্ক্রিন দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা একটি অক্টা কোর হেলিও P22 প্রসেসার পাবেন।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

XIAOMI REDMI 7

এই রেডমি ফোনটিতে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটিতে চার দিকে পাতলা বেজেল আছে। আর এই ফোনের রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ আছে। আর এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi 7 ফোনটিতে আপনারা পলিকার্বোনেট ফিনিস পাবেন আর এর সঙ্গে এই ডিভাইসে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

XIAOMI REDMI 5A

Xiaomi Redmi 5A স্মার্টফোনে আলাদা আলাদা দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এদের দাম যথাক্রমে 5,999 টাকা আর 6,999 টাকা। আর এই Redmi 5A ফোনে আপনারা 13MP র রেয়ার ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা PDAF ক্যামেরা ফিচার পাবেন। আর এই ফোনে আপনারা ডুয়াল সিম স্লট পাবেন। আর এই ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

2019 সালের 10,000 টাকার কিছু ফোন

REALME U1

Relame U1 ফোনটিতে আপনারা 64GB স্টোরেজ পাবেন আর এর সঙ্গে এই ফোনটির দাম 10,999 টাকা। আর এই ফোনে 2.1GHz MediaTek Helio P70 SoC প্রসেসার আছে। আর এই ফোনটি ARM G72 GPU যুক্ত। আর এই ফোনে আপনারা3GB র‍্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এই ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরজেও পাওয়া যায়।