কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

দ্বারা Aparajita Maitra | আপডেট করা Oct 16 2018
কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

এই সময়ে বিভিন্ন ধরনের স্মার্টফোন দেখা যায়। এদের একেকটি এক এক কারনে স্পেশাল হয়ে ওঠে। আর আজকাল বেশ কিছু ফিচার আছে যা প্রায় অনেক স্মার্টফোনেই থাকে আর সেগুলি বেশ দরকারিও। আর আজকে আমরা আপনাদের এখানে এমনকিছু স্মার্টফোনের কথা বলব যা এদেরফ মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত।
আজকে আমরা আপনাদের কিছু সেরা ওয়াটারপ্রুফ আর কিছু সেরা ফেস আনলক যুক্ত স্মার্টফোনের বিষয়ে বলব। 
তবে আসুন আর দেরি না করে এই ফোন গুলি দেখে নেওয়া যাক।
 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Samsung Galaxy S7

Samsung Galaxy S7 স্মার্টফোনটির ফিচার্সের দিকে যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর এর সঙ্গে এই ফোনে 5.1ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 12MPর রেয়ার আর 5MPর ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে Exynos 8890 প্রসেসার আছে।

Galaxy S7 স্মার্টফোনে আপনারা IP68 সার্টিফিকেশান পাবেন আর এর সঙ্গে এটি ওয়াটার আর ডাস্ট প্রুফযুক্ত ফোন আর এটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Samsung Galaxy S7 Edge

Galaxy S7 Edge স্মার্টফোনে 5.5 ইঞ্চির একটি QHD কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই স্মার্টফোনে এক্সিয়ন্স 8890 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম আছে। আর এই স্মার্টফোনের ব্যাকে 12MPর ডুয়াল পিক্সাল ক্যামেরা f/1.7 অ্যাপার্চারের সঙ্গে আছে। আর এই স্মার্টফোনে 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এটি ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত।

আর এর সঙ্গে এই ফোনটি IP68 সার্টিফিকেটের সঙ্গে আছে আর এই স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Moto X Play

এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির একটি FHD ডিসপ্লে আছে আর এটি 440ppi পিক্সাল ডেনসিটি যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম 615 প্রসেসারের সঙ্গে 1.7GHz অক্টা-কোর প্রসেসার আছে। আর এই স্মার্টফোনে 2GB র‍্যাম আর কোয়াল্কমস 615 প্রসেসার আছে। আর এই স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ স্মার্টফপ্নে আর এটি রিপেলেন্ট ন্যানো-কাটিং যুক্ত যা জলের ক্ষত থেকে একে বাচায়।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Moto X Style

এই ডিভাইসে আপনারা 3000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 5.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর এর রেজিলিউশান 1440x2560 পিক্সাল। আর এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 21মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা 5মেগাপিক্সালের। আর এই ডিভাইসটিত্যে স্ন্যাপড্র্যাগন 808 হেক্সা কোর প্রসেসার আছে।

Moto X Play স্মার্টফোনের মতন এই স্মার্টফোনটিও ওয়াটার রিপেলেন্ট ন্যানো-কোটিং যুক্ত আর এটি IP52 সার্টিফায়েড।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Sony Xperia Z5

এই সোনির স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 810 প্রসেসার,3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে।

Sony Xperia Z5 স্মার্টফোনটিতে টেক ফর্মের মতনই অন্য প্রিমিয়াম স্মার্টফোনের মতন ওয়াটার রেজিস্টেন্স যুক্ত।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Apple iPhone 7

Apple iPhone 7 স্মার্টফোনের ফিচার্সের দিকে যদি দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোনে 4.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1334x750 পিক্সাল। আর এই সঙ্গে এটি ডাস্ট আর ওয়াটার রেজিস্টেন্স যুক্ত ফোন। iPhone 7 ফোনটিতে আপনারা 12মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 7মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি IP67 সার্টিফায়েড।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Sony Xperia XZ

Sony Xperia XZ  স্মার্টফোনের ফিচার্সের দিকে আমরা যদি তাকাই তবে দেখা যাবে যে এই ফোনে 5.2ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1920x1080 পিক্সাল। আর এটি স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার, অ্যাড্রিনো 530 GPU আর 3GB র‍্যাম যুক্ত। আর এই ফোনটি একটি ডুয়াল সিম সাপোর্ট যুক্ত ফোন। আর এই ফোনে 64GB ইন্টারবনাল স্টোরেজ আছে। আর এই স্মার্টফোনটি IP68 সার্টিফায়েড স্মার্টফোন।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

এতক্ষণ আমরা সেরা ওয়াটারপ্রুফ স্মার্টফোনের মধ্যে কয়েকটি দেখলাম। আর এবার আমরা আপনাদের সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যে গুলি ফেস আনলক ফিচার যুক্ত। যদিও এই সময়ে ফেস আনলক ফিচার যুক্ত অনেক স্মার্টফোনই আছে। এখানে আমরা এর মধ্যে থেকে কিছু বাছাই করা সেরা ফেস আনলক ফিচারের স্মার্টফোনের বিষয়ে বলব।

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Oppo Realme 1

Oppo Relame 1 স্মার্টফোনটি একটি 6ইঞ্চির FHD+ স্মার্টফোন। আর এই ফোনটিতে মিডিয়াটেল হেলিও P60 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4G সাপোর্ট করে। আর এই ফোনটির ওপর অ্যামাজনে বেশ ভাল ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে। এই ফোনটি এখন অ্যামাজনে 12,990 টাকার বদলে 10,990 টাকায় কেনা যাবে। এই ফোনটিতে শুধু ফেস আনলক ফিচারই আছে এতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Huawei Nova 3i

Nova 3I ফোনটিতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনে রেয়ার ক্যামেরাতে একটি 16MP আর অন্যটি 2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 3,750mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর এই ফোনটির দাম এমনিতে 23,999 টাকা হলেও এই ফোনটি অ্যামাজনে 20,990 টাকায় কেনা যাবে। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Moto G6

Moto G6 স্মার্টফোনটিতে একটি 5.7 ইঞ্চির HD+ ম্যাক্স ভিশান যুক্ত ডিসপ্লে আছে আর এই ফোনটি এজ টু এজ ডিসপ্লের সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন। আর এই ফোনটিতে আপনারা 3D কর্নিং গোরিলা গ্লাস পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার তো আছেই। আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যামাজনে ডিসকাউন্টের পরে 15,999 টাকায় কেনা যাবে। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Samsung Galaxy J8

Galaxy J8 স্মার্টফোনটি একটি 5.7 ইঞ্চির স্মার্টফোন আর এটি একটি FHD+ ফোন আর এই ফোনে একটি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওতে কাজ করে। আর এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 16MP+5MP র আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ফ্রন্ট ক্যাএম্রা দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামাজনে 19,990 টাকার বদলে 17,990 টাকায় কেনা যাবে। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Samsung Galaxy A8 Star

Samsung Galaxy A8 Star স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির একটি EHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 Soc দেওয়া হয়েছে আর এই ফোনটিতে অক্টা কোর CPU দেওয়া হয়েছে আর এই ফোনটিতে ব্যাক সাইডে 16MP+24MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফেস আনলক যুক্ত ফোনটি 38,000 টাকার বদলে এখানে 34,990 টাকায় কেনা যাবে। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Huawei P20 Lite

Huawei P20 Lite স্মার্টফোনটিতে ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর অ্যাসপেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 22,999 টাকার বদলে 19,990 টাকায় কেনা যাবে। 

কিছু সেরা ওয়াটার প্রুফ আর ফেস আনলক যুক্ত স্মার্টফোন

Samsung Galaxy J6

Samsung Galaxy J6 স্মার্টফোনটিতে একটি 5.6 ইঞ্চির HD+ 1480x720 পিক্সালের সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 18:5:9 য়ের অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যামাজনে 14,990 টাকার বদলে 12,490 টাকায় কেনা যাবে।