AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

দ্বারা Digit Bangla | আপডেট করা Jul 23 2019
AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

স্মার্টফোন কোম্পানি গুলি গ্রাহকদের এখন সমস্ত কিছুই সেরা দিতে চায়, আর এর মধ্যে ক্যামেরা বা ব্যাটারি যেমন আছে তেমনি আছে ডিসপ্লে। কোম্পানি গুলি এখন গ্রাহকদের ভাল ডিসপ্লের অভিজ্ঞতা দেওয়ার জন্য পপ আপ সেলফি ক্যামেরা দিচ্ছে, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে দিচ্ছে। যা গ্রাহকদের ভাল ডিসপ্লে অভিজ্ঞতা দিচ্ছে।

আর আজকে আমরা এখানে আপনাদের জন্য এমন কিছু ফোন নিয়ে এসেছি যে সাম্প্রতিক ফোন গুলিতে AMOLED আর SUPER AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোন গুলি আলাদা আলাদা ব্র্যান্ডের আর এই ফোনে আপনারা ভাল পার্ফর্মেন্স তো পাবেনই। মানে এই সব ফোনে আপনারা এক সঙ্গে অনেক কিছু পাবেন।

আসুন তবে আজকে আমরা এই ধরনের ডিসপ্লে যুক্ত কিছু ফোন একবার ভাল করে দেখেনি।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Samsung Galaxy Note 9

Samsung Galaxy Note 9 ফোনটি আপনারা 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে পাবেন। আর এটি একটি ইনফিনিটি ডিসপ্লে যা 2960x1440 পিক্সালের। আর এই ফোনের সাইডে আপনারা ডেডিকেটেড বিক্সবি বটন পাবেন। আর যা কোম্পানির বক্স বেসড অ্যাসিস্টেন্স। আর এই ফোনে আপনারা এর সঙ্গে S পেনও পাবেন। আর এই ফোনটি কোয়াল্ম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার যুক্ত।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Realme X

Realme X ফোনটিতে আপনারা একটি 4GB র‍্যাম আর 128GB আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজে কিনতে পারবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 3,765mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 16MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর ফোনটিতে ব্যাক সাইডে একটি 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Oppo K3

Oppo K3 ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 3,765mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে লেটেস্ট কালার OS 6.0 UI পাবেন যা অ্যান্ড্রয়েড পাই নির্ভর। আর এই ফোনে এর সঙ্গে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে 2.2Ghz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার দেওয়া হয়েছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Nubia Red Magic 3

Nubia Red ম্যাজিকের এই ফোনে একটি 6.65 ইঞ্চির FHD+ FHD+ HDR AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা HDR সাপোর্ট পাবেন আর এর সঙ্গে এই ফোনে হেক্সাগন শেপড রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হেয়ছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা একটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের ফোন। ফোনটির টপ ভেরিয়েন্ট 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Xiaomi Black Shark 2

Black Shark 2 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে 1080x2340 পিক্সাল রেজিলিউশান আছে। আর এই ফোনে আপনারা লিকুইড কুলিং 3 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনে একটি 27W ফাস্ট চার্জ আছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Oppo Reno 10X Zoom

Oppo Reno 10X Zoom ফোনে আপনারা এখন নতুন আপডেটের পড়ে Ai নাইট মোড পাবেন। আর এই ফোনটি লো লাইটয়েও ভাল ছবি তলে। ফোনে একটি 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি HDR 10+ কন্টেন্ট সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা স্ক্রি টু বডি রেশিও 93.1 পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Apple iPhone XS Max

এই আইফোনটিতে আপনারা ডুয়াল সিম ব্যাবহার করতে পারবেন। এই ফোনে অ্যাপেল 12 বায়োনিক পাবেনার এই ফোনে এর সঙ্গে 4GB র‍্যাম আছে। আর ফোনে 2.5 GHz Hexa Core প্রসেসার আছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা iOS 12 অপারেটিং সিস্টেম পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Samsung Galaxy S10

Samsung Galaxy S10 ফোনে আপনারা ইন্সটাগ্রাম মোড পাবেন। আর এর সঙ্গে এই ফোনের সব থেকে বড় পরিবর্তন ফোনের বিক্সবি বটন। ফোনে আপনারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ লঞ্চ করার সময়ে রিপ্রোগ্রাম করতে পারবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

OnePlus 7 Pro

OnePlus 7 Pro  ফোনে আপনারা একটি মেটাল বডি পাবেন আর এই ফোনে এর সঙ্গে অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাক সাইডে গোরিলা গ্লস 6 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আপনারা 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে দেওয়া হেয়ছে। ফোনে QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ডিসপ্লেমেটের A+ রেটিং দেওয়া হয়েছে। ফোনে আপনারা HDR10+ সাপোর্ট পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

OnePlus 7

OnePlus 7 ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে FHD+ রেজিলিউশানের অফার আছে। আর এই ফোনে আপনারা পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে OnePlus 6T র মতন ডিউড্রপ নচ পাবেন। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48MP+5MP র ক্যামেরা পাবেন। ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Vivo V15 Pro

Vivo V15 Pro ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 32MP র পপ আপ ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে একটি 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে হেলিও P70 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি আছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Samsung Galaxy M30

Samsung Galaxy M30 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওরিও পাবেন। আর এই ফোনে একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে একটি 15W য়ের ফাস্ট চার্জার সাপোর্ট করে। ফোনে আপনারা USB C টাইপ পোর্ট পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Samsung Galaxy A70

স্যামসাংয়ের এই ফোনে আপনারা ডুয়াল সিম পাবেন। আর ফোনে একটি 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাতারি পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Samsung Galaxy A50

Samsung Galaxy A50 ফোনে আপনারা আল্ট্রা ওয়াইড, স্লো মোশান আর হাইপারল্যাপ্স শুটিংয়ের মতন মোড পাবেন। এই ফোনে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে অক্টা কোর এক্সিয়ন্স 9610 SoC আছে। আর এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 6GB র‍্যামের অপশান পাবেন।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Oppo K1

Oppo K1 ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। ফোনে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরার সঙ্গে 16+2MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

AMOLED আর সুপার AMOLED ডিসপ্লে যুক্ত কিছু ফোন

Huawei Y9 Prime (2019)

Huawei Y9 Prime (2019) ফএন আপনারা হিলিকন কিরিন 710 চিপসেট পাবেন। আর এই ফোনটি কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আর USB C টাইপ পোর্ট আছে।