স্যামসাং সবে আগস্ট মাসে তাদের Galaxy A10s ফোনটি লঞ্চ করেছে আর এটি 10,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হয়েছে। আর এই ধরনের বেশ কিছু ফোন আছে যা দশহাজার টাকার মধ্যে লঞ্চ করা হয়েছে। আর এর মধ্যে বেশ কিছু ফোন সবে ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু দারুন ব্র্যান্ডেড ফোনও এই তালিকায় আছে। আর আপনারা যদি এমন একটি ফোন চান যা দেখতে দারুন, ভাল ক্যামেরা, ভাল ডিসপ্লে আর দারুন কিছু ফিচার্সের সঙ্গে এই দামে পাওয়া যায়। তবে আজকে আমরা আপনাদের এই ধরনের বেশ কিছু ফোনের কথা বলব। স্যামসাং থেকে রিয়েলমি হয়ে শাওমি একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন এই তালিকায় আছে।
এটি কোম্পানির একটি লেটেস্ট স্মার্টফোন আর এই ফোনের 3GB/32GB র দাম 9,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন। আর এটি একটি সস্তার কোয়াড ক্যামেরা যুক্ত ফোন। এই ফোনে 12MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP র একটি ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 13MPর একটি ক্যামেরা ফ্রন্টে পাবেন।
গ্যালাক্সির এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনে একটি 13MP র সেন্সার আর একটি 2MP র সেন্সার আছে। সেলফির জন্য এই ফোনে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে এক্ত্যি 4000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটিতে আপনারা 32GB স্টোরেজের সঙ্গে 2GB আর3GB র্যামের অপশান পাবেন। আর এই ফোনের দাম যথাক্রমে 9,499 টাকা আর 10,499 টাকা।
ভারতে এই ফোনটি 7,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনে আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন। ফোনের বেস ভেরিয়েন্ট 3GB/32GB আর এর হায়ার ভেরিয়েন্টটি 4GB/64GB র। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P60 প্রসেসার পাবেনব। আর এই ফোনে আপনারা একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনের রেয়ার ক্যামেরা 13MP+2MPর।
এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন। আর ফোনে এর সঙ্গে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 3GB /32GB র দাম 10,999 টাকায় পাবেন। আর ফোনটি হাজার টাকা দাম কমার পরে এবার 9,999 টাকায় কেনা যাবে। ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে।
শাওমির এই ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 439 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এই ফোনটি ভারতে 5,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের 2GB র্যাম আর 16GB স্টোরেজের দাম। আর এই ফোনটিতে আপনারা 2GB/32GB ভেরিয়েন্ট আপনারা 6,199 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি 5.45 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।
এই স্মার্টফোনটিতে আপনারা একটি 6.22 ইঞ্চির HD+ হ্যালো ফুল ভিউ ডিসপ্লে পাবেন। আর এছাড়া এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P22 প্রসেসার পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 2GB র্যাম আর 32GB স্টোরেজ। ফোনে আপনারা 13+2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।
এই স্মার্টফোনটিতে আপনারা 6.19 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে আছে 2.5D কার্ভড গ্লাস। ফোনে এর সঙ্গে একটি 13MP র প্রাইমারি সেন্সার আর একটি 2MP র সেকেন্ডারি সেন্সার আছে। ফোনে আপনারা ফ্রন্টে ডুয়ায়ল ক্যামেরা পাবেন যা 13+2MP র আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।
এই ফোনে আপনারা একটি 6.19 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে মিডিয়াটেক হেলিও P25। আর এই ফোনে আপনারা 36 ঘন্টার জন্য 4G টক টাইম পাবেন।
এই ফোনে আপনারা 2GB র্যামের সঙ্গে 16GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের দাম 5,999 টাকা। ফোনের 3GB/32GB ভেরিয়েন্টের দাম 6,499 টাকা। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 13MP র ক্যামেরা পাবেন। আর এর সগে আছে ফ্রন্টে এতকি 8MP র ক্যামেরা। ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।
এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর ফোনে এর সঙ্গে হেলিও P22 দেওয়া হয়েছে। ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। যা 13+2+8 মেগাপিক্সালের। আর এই ফোনে এর সঙ্গে আছে ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা।